Aamir Khan: আমির খানের মা, অসুস্থ হয়ে হাসপাতালে

Published By: Khabar India Online | Published On:

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আমির খানের মা জিনাত হুসেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আমির খানের মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

আরও পড়ুন -  শিল্পাঞ্চল জুড়ে পালিত হল মকর সংক্রান্তি উৎসব

আমির খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আমির খানের পঞ্চগনির বাড়িতে অভিনেতার সঙ্গেই ছিলেন তার মা। দিওয়ালীর সময় উদযাপনের মাঝেই হৃদরোগে আক্রান্ত হন জিনাত হুসেন। সেই সময়ে বাড়িতে উপস্থিত ছিলেন আমির খান নিজেও। দ্রুত তার মা-কে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন -  Bhojpuri Song: নীরাহুয়া ‘ভিতার কে তিতার’এর তালে আম্রপালির একদম কাছে এলেন, ছাদ থেকে একদম বিছানা পর্যন্ত, সর্বত্রই ঘনিষ্ঠ অবস্থায়

ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আগের থেকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তার সঙ্গে পরিবারের সদস্যরা নিয়মিত দেখা করছেন।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস।