ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন সোমালিয়ায়, প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গাড়িবোমা হামলার ঘটনায় আহত হয়েছেন আরও ৩০০ জন। শনিবার পূর্ব আফ্রিকার রাজধানী মোগাদিশুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট।
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেন, আমাদের মানুষ গণহত্যার শিকার হয়েছে, তাদের মধ্যে অনেক মা রয়েছেন যারা তাদের সন্তানদের কোলে নিয়ে ছিলেন। এছাড়া অনেক বাবা, পড়াশোনা করতে পাঠানো হয়েছিল এমন অনেক শিক্ষার্থী এবং নিজেদের পরিবারের জীবন নিয়ে সংগ্রাম করছেন এমন অনেক ব্যবসায়ীও ছিলেন।
রয়টার্স বলছে, শনিবারের ওই বিস্ফোরণের ঘটনার পর কেউই তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনার পেছনে সোমালিয়ার প্রেসিডেন্ট জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে দায়ী করেছেন। সাধারণত যেসব হামলায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে সেই সব ঘটনায় দায় স্বীকার করা এড়িয়ে যায় আল শাবাব।