T20 World Cup: পাকিস্তানকে হারিয়ে, জিম্বাবুয়ের ইতিহাস রচনা

Published By: Khabar India Online | Published On:

 পাকিস্তান শেষ পর্যন্ত রেহাইও পেলো না। শেষ ওভারের নাটকিয়তায় জিম্বাবুয়ের কাছে ১ রানে হারল বাবর আজমরা। পার্থে নতুন এক ইতিহাস রচনা করল সিকান্দার রাজারা।

১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরে জিম্বাবুয়ে বোলাররা। এক পর্যায়ে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। ইনফর্ম মোহাম্মদ নওয়াজ এবং মোহাম্মদ ওয়াসিম। বোলার ব্রাড ইভান্স।

আরও পড়ুন -  Suvendu Adhikari: বিশ্বকাপে পাকিস্তানের হারে কটাক্ষের সুর, শুভেন্দু অধিকারী

প্রথম দুই বলেই ৭ রান নিয়ে নেন তারা দু’জন। ৪ বলে প্রয়োজন ৪ রান। তৃতীয় বলে নিলো ১ রান।

মোহাম্মদ নওয়াজ উইকেটে থাকার পরও চতুর্থ বলটি হলো পট। ২ বলে প্রয়োজন ৩ রান। পঞ্চম বলটিতে আউট হয়ে গেলেন নওয়াজ। মিড অফের ওপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ১ বলে প্রয়োজন ৩ রান।

আরও পড়ুন -  Arshiya Mukherjee: আর ছোট্টটি নেই ভুতু, এখন দেখুন

শেষ বলে শাহিন শাহ আফ্রিদি বাউন্ডারি মারতে পারলেন না। সোজা ব্যাটে খেললেন। ১ রান করার পর দ্বিতীয় রান করতে গিয়েই রানআউট হয়ে গেলেন শাহিন। ১ রানে জয় পেলো জিম্বাবুয়ে। বিশ্বকাপে ইতিহাস তৈরি হলো। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Gold Price Today: ক্রেতারা চিন্তায়, সোনার দাম আবার চড়ল, কলকাতার বাজারদর আজ কি রয়েছে?