T20 World Cup 2022: বৃষ্টির পেটে গেলো, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচটিও

Published By: Khabar India Online | Published On:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২, আফগানিস্তান-আয়ারল্যান্ডের পর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচটিও গেলো বৃষ্টির পেটে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজকে দুটি ম্যাচ ছিলো। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকালে প্রথম ম্যাচে আফগানিস্তান-আয়ারল্যান্ড মাঠে নামার আগেই বৃষ্টি বাধায় পড়ে যায়। ম্যাচের টস হওয়ার সুযোগ হয়নি। ফলে অনেকক্ষণ অপেক্ষা করে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

আরও পড়ুন -  Asia Cup 2022: শ্রীলংকার কাছে পাকিস্তান হারতেই উৎসব পালন করলেন আফগানরা, ভিডিও দেখুন

দিনের দ্বিতীয় খেলারও একই পরিণতি। তীব্র বৃষ্টির কারণে টস হয়নি। এক বল মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচটিও।

 ম্যাচের আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দলই একটি করে ম্যাচে হেরেছে এবং জয় পেয়েছে। তাই সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিলো।

আরও পড়ুন -  Subhankar Banerjee: দু’টি টিকা নিয়েও কোভিডে প্রয়াত, বাদক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়

 টানা দ্বিতীয় মাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আফগানিস্তানকে। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আয়ারল্যান্ডকেও।

 দ্বিতীয় ম্যাচের আগে বৃষ্টি কিছুটা কমলে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছিলো। কিন্তু সে সম্ভাবনাকে বাস্তব হতে দেয়নি বৃষ্টি। কিছুক্ষণ থেমে বৃষ্টি চলেছে সাড়া দিন। সেই জন্য পয়েন্ট ভাগাভাগি করতে হলো দুই দলকে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Elon Musk: চাকরি গেল সিইও-সহ শীর্ষকর্তাদের, টুইটার কিনলেন ইলন মাস্ক