বৃহন্নলাদের হাত থেকে ভাইফোঁটা নিলেন, বিশিষ্ট সমাজসেবী মদন ভট্টাচার্য

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ  শিলিগুড়িতে বৃহন্নলাদের হাত থেকে ভাইফোঁটা নিলে বিশিষ্ট সমাজসেবী মদন ভট্টাচার্য।

আজ ভাইফোটা, এই বিশেষ দিনটি সমস্ত ভাই-বোনেদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে ভাইদের কপালে ফোটা দিয়ে ভাইদের মঙ্গল কামনা করে বোনেরা। এদিন শিলিগুড়িতে ভাইফোঁটা উদযাপন করল বৃহন্নলারা।

আরও পড়ুন -  High Court: হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, শাহরুখ খানের পরিবার

শিলিগুড়ি সংলগ্ন বাড়ি ভাষার ভিআইপি রোডে নিজেদের বাড়িতে ভাইফোঁটা উদযাপন করেন তারা। এদিন তাদের হাত থেকে ভাইফোঁটা নেন বিশিষ্ট সমাজসেবী মদন ভট্টাচার্য,রীতিমতো তাদের দেওয়া মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করেন তিনি। মদন বাবু এই বিষয়ে জানান তাদের হাত থেকে ভাইফোঁটা নিয়ে তিনি অত্যন্ত খুশি, সমাজের পিছিয়ে পড়া বৃহন্নলা যাতে সমাজে এগিয়ে চলতে পারে সে কারণেই তার এই অনুষ্ঠানে যোগ দেওয়া। বৃহন্নলারাও এই অনুষ্ঠান উদযাপন করতে পেরে খুশি। তারা জানান তারাও মানুষ তাদেরও ইচ্ছে করে ভাই ফোঁটা দিতে, তাই এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে অত্যন্ত খুশি।

আরও পড়ুন -  শাড়ি পরেছেন ব্রা না পরে সোফিয়া আনসারি, আবার তোলপাড় ইন্টারনেট, বারবার এই ভিডিও মানুষ দেখছেন