ভারত-নেদারল্যান্ড ম্যাচে প্রেম নিবেদনের সাক্ষী থাকলো, গ্যালারিতে উপস্থিত দর্শকরা!

Published By: Khabar India Online | Published On:

ভারত নেদারল্যান্ড ম্যাচে প্রেম নিবেদনের সাক্ষী থাকলো গ্যালারিতে উপস্থিত দর্শকরা।

আজ ছিল টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত বনাম নেদারল্যান্ডের ম্যাচ। ক্রিকেট ম্যাচ দেখবার পাশাপাশি মিষ্টি মুখ করলেন গ্যালারিতে উপস্থিত দর্শকরা। প্রেম নিবেদনের সাক্ষী থাকলো গোটা গ্যালারির দর্শক। ভারত নেদারল্যান্ডকে অনায়াসে হারিয়ে দিয়েছে ম্যাচে। এর পাশাপাশি আরেকটা বড় প্রাপ্তি হলো দর্শকদের মধুর প্রেম নিবেদনের দৃশ্য দেখতে পাওয়া।

আরও পড়ুন -  সচিন কন্যা সারা তেন্ডুলকর শুভমনের বোনের সাথে

নেদারল্যান্ডের সপ্তম ওভারে এক যুবক আচমকা তরুণীকে প্রেম নিবেদন করে। ওই তরণী প্রথমে কিছুটা হতবাক হলেও, পরে সম্মতি দেয়। অভাবনীয় দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়েন দর্শকরা। তরুণী সম্মতি দেওয়ার পর ওই যুবক তরুণীকে হাতে আংটি পরিয়ে দেয়। পরস্পর দুইজনকে জড়িয়ে ধরে। এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  টোকিও প্যারালিম্পিক্সে পদক জয়ীদের সম্বর্ধনা জানিয়েছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর