ভাইফোঁটার বাজারে মাছ মাংস শাকসবজির দাম অগ্নি মূল্য

Published By: Khabar India Online | Published On:

ভাইফোঁটার বাজারে মাছ মাংস শাকসবজির দাম অগ্নি মূল্য।

ভাইফোঁটা মানে কবজি ডুবিয়ে রসনা তৃপ্তি করা, তবে ভাইফোঁটার বাজারে সবজি, মাছ মাংসের দাম অগ্নি মূল্য। মাছ মাংস হাত দিলে রীতিমতো ছেকা খেতে হচ্ছে। সবজির দাম ও ক্রমশই ঊর্ধ্বমুখী, আলু কেজি প্রতি মূল্য ৩০ টাকা, ১ কেজি পেয়াজের দাম ৪০ টাকা। শাক সবজি, ফুলকপি, বাঁধাকপির দামও বর্ধিত।

আরও পড়ুন -  বেসরকারি বাস না নামালেই নেওয়া হবে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ছবিঃ সংগৃহীত।

কলকাতার বাজারে এক কেজি ইলিশ মাছের দাম ১০০০ থেকে ১৫০০ টাকা। খাসির মাংসের দাম ৭৫০ থেকে ৮০০ টাকা। কেবলমাত্র মুরগির মাংসের দাম হাতের নাগালে রয়েছে। পাবদা, বাগদা,সহ আরও মাছ গুলির দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। বাজার করতে পকেট খালি হয়ে যাচ্ছে মধ্যবিত্তর।

আরও পড়ুন -  রুক্মিণীর বিশেষ অনুরোধ, সকলের কাছে (যারা দিতে সক্ষম) প্লাজমা দান করার আবেদন রেখেছেন