Sports Journalist Club: ক্রীড়া সাংবাদিক ক্লাবের নব রূপায়িত তাঁবু সূচনায় সৌরভ

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   ক্রীড়া সাংবাদিক ক্লাবের নব রূপায়িত তাঁবু সূচনায় সৌরভ।

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের নব রূপায়িত তাঁবুর উদ্বোধন করলেন বি সি সি আই এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তারপরে বর্ষসেরা খেলোয়াড় দের পুরস্কার দেওয়া হয়। ছিলেন সৌরভ ঘোষাল, মনোজ তেওয়ারি, সুতীর্থা মুখার্জি সহ অন্যরা। সভাপতি সুভেন রাহা বক্তব্য রাখেন। সৌরভ ক্রীড়া সাংবাদিক দের প্রশংসা করেন।

আরও পড়ুন -  ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হারে নিম্নগতি অব্যাহত রয়েছে

এদিকে কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল হেরে গেলো ভবানীপুর ক্লাবের কাছে। ভবানীপুর ২-০ গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। গোল করেন জিতেন মুর্মু ও ক্রিজো।ডার্বি ম্যাচে আগে এই হার সমর্থকদের কাছে ভালো বার্তা নয়। তবে আই এসএল ম্যাচের চেহারা অন্য রকম। টিকিটের চাহিদা এখন থেকে আকাশ ছোঁয়া।

আরও পড়ুন -  International Cinema: শ্রুতি হাসান আন্তর্জাতিক সিনেমায়

সৌজন্যে।