WhatsApp: সচল হয়েছে হোয়াটসঅ্যাপ, দুই ঘণ্টা ডাউন থাকার পর

Published By: Khabar India Online | Published On:

প্রায় দুই ঘণ্টা ডাউন থাকার পর সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। এখনো কিছু কিছু ফিচার ঠিক মতো কাজ করছে না বলে অভিযোগ করছেন বিভিন্ন ব্যবহারকারী।

বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মেসেজ আদান প্রদান করতে পারছিলেন না। কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপ ফিরে এলেও, ডেস্কটপ ভার্সন কাজ করছে না বলে গণমাধ্যম এনডিটিভি জানায়।

আরও পড়ুন -  June Malia: তুমুল নাচ বিধায়ক জুন মালিয়ার, কেন ?

ওয়েবসাইট বিভ্রাট সনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেক্টর এই তথ্য নিশ্চিত করে বলেছে, হোয়াটসঅ্যাপের কয়েক হাজার ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে এমন ত্রুটির কথা জানিয়েছে। গত বছরের ৫ অক্টোবরের পর এটিই হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বিভ্রাট বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -  রাশিয়ান বউ-র প্রশ্নে হতবাক সৌরভ, ‘মেয়ে সানা বিদেশি বিয়ে করলে কী করবে’ ভিডিও ভাইরাল

মেটার এক মুখপাত্র বলেন, ব্যবহারকারীদের সমস্যা সম্পর্কে আমরা অবগত রয়েছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে।

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা, কয়েকদিন ধরেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে।

আরও পড়ুন -  WhatsApp: হোয়াটসঅ্যাপ নতুন ফিচার আনতে চলেছে !