বড় পরিবর্তন রেশন বিতরণের, আঙ্গুলের ছাপ দু’বার করে দিতে হবে, কেন জানুন?

Published By: Khabar India Online | Published On:

 সার্বজনীন বিতরণ প্রণালী অনুযায়ী, ভারত সরকারের তরফ থেকে রেশন বিতরণের নিয়মে বড় পরিবর্তন হয়েছে। এতদিন পর্যন্ত যারা রেশন ব্যবস্থা সুবিধা গ্রহণ করতেন তাদের একবার আঙুলের ছাপ দিতে হতো, এবার থেকে একবারের পরিবর্তে দুইবার দিতে হবে আঙ্গুলের ছাপ। পুরো ভারতের জন্য এই নিয়ম না কার্যকরী হলেও আপাতত মধ্যপ্রদেশের জন্য এই নতুন নিয়ম কার্যকর শুরু। কেন্দ্রীয় সরকার ও মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে গরিবের রেখার নিচে থাকা মানুষদের জন্য নানা রকম সুযোগ-সুবিধা নিয়ে আসার পরিকল্পনা করছে।

আরও পড়ুন -  Saayoni Ghosh: মায়ের কোলে ছোট্ট সায়নী, শৈশবের ছবি দিয়ে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী

 কেন্দ্রীয় সরকার এবং মধ্যপ্রদেশ সরকার, এই সমস্ত মানুষদের জীবনকে সচল রাখার জন্য ৫-৫ কিলো করে রেশনের সামগ্রী দিয়ে থাকে। যদি আপনি মধ্যপ্রদেশের রেশন ব্যবস্থার এই নিয়ম অনুযায়ী রেশন গ্রহণ করতে চান তাহলে আপনাকে দুইবার আঙুলের ছাপ দিতে হচ্ছে। প্রথমবার কেন্দ্রীয় সরকারের জন্য এবং দ্বিতীয়বার মধ্যপ্রদেশের রাজ্য সরকারের জন্য। সার্বজনীন বিতরণ প্রণালীর মাধ্যমে রেশন নেওয়ার জন্য লাভার্থীদের একবার আঙুলের ছাপ দিতে হচ্ছে। অক্টোবর মাস থেকে এই ব্যবস্থায় বদল আসবে। আপনাদের আঙ্গুলের ছাপ দিতে হবে দুবার করে।

আরও পড়ুন -  Shikkhasathi Scheme: পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য সুখবর

মধ্যপ্রদেশ সরকারের দ্বারা চালু করা এই নতুন নিয়মটি প্রত্যেকটি জেলায় লাগু করার কাজ শুরু করা হয়েছে।  এই নতুন নিয়ম জারি হবার পরে যারা রেশন দোকান চালাচ্ছেন তাদের জন্য বিষয়টি হয়ে উঠেছে সমস্যার।

আরও পড়ুন -  Small Savings Schemes: বড় পরিবর্তন পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধির নিয়মে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নির্দেশ জারি করলেন

দুবার করে আঙ্গুলের ছাপ নিতে হচ্ছে এবং এর ফলে সময় লাগছে বেশি। তবে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা করার জন্যই দুবার করে আঙুলের ছাপ দেওয়ার নিয়ম চালু করেছে মধ্যপ্রদেশ সরকার।