দীপাবলির আগে একটা বড় খবর মধ্যবিত্তের জন্য। কালীপুজোর আগে সোনার দামে রীতিমতো পতন ঘটেছে। ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে হয়েছে সস্তা। সস্তা হয়েছে সোনার দাম।
আরও পড়ুন - Gadar 2: দর্শকদের জন্য বড় অফার নির্মাতারা দিলেন, রেকর্ড গড়বে গদর ২ রাখি বন্ধনের সপ্তাহে
কলকাতায় ২২ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৪,৬৩৫ টাকা। আট গ্রামের দাম ৩৭,০৮০ টাকা। দশ গ্রামের দাম ৪৬,৩৫০ টাকা ও ১০০ গ্রামের দাম ৪,৬৩,৫০০ টাকা।
২২ ক্যারেটের পাশাপাশি সস্তা হয়েছে ২৪ ক্যারেট সোনা। আগের থেকে অনেকটাই সস্তা হয়েছে ২৪ ক্যারেট সোনার দাম। ২৪ ক্যারেট সোনার এক গ্রামের দাম ৫,০৫৬ টাকা। ৮ গ্রামের দাম ৪০,৪৪৮ টাকা, ১০ গ্রামের দাম ৫০,৫৬০ টাকা ও ১০০ গ্রামের দাম ৫,০৫,৬০০ টাকা।
কিন্তু এই সমস্ত দামের সঙ্গে জিএসটি, টিসিএস বা অন্যরকম শুল্ক ধার্য করা হয়নি। ছবিঃ সংগৃহীত।