দেশের মন্ত্রী মাত্র ২৬ বছরেই

Published By: Khabar India Online | Published On:

 কে না চেনেন? সুইডেনের বাসিন্দা গ্রেটা থুনবার্গকে। পরিবেশ রক্ষার জন্য আন্দোলনের জন্য সারা পৃথিবী জুড়ে পরিচিত কিশোরী গ্রেটা। তার দেশেই এবার পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেলেন, বয়সে যিনি গ্রেটার চেয়ে সামান্যই বড়।

মাত্র ২৬ বছর বয়সে সুইডেনের জলবায়ু ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেলেন রোমানিয়া পৌরমোখতারি। স্টকহোমের একটি ইরানি পরিবারে জন্ম রোমানিয়ার। সে দেশের মন্ত্রিসভার সদ্যস্যদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ।  আগে সুইডেনের সর্বকনিষ্ঠ মন্ত্রীর বয়স ছিল ২৭ বছর।

আরও পড়ুন -  IPL 2023: ১৩ বলে অর্ধশত রান, IPL-এ বিস্ময়কর রেকর্ড, যশস্বী জসওয়াল রাজার মতন খেলা দেখালেন

সুইডেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টার্সন, যিনি সুইডেন ডেমোক্র্যাটদের সমর্থনে একটি জোট সরকারকে নেতৃত্ব দিচ্ছেন, তার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে থেকেই মনোনীত করা হয়েছে রোমানিয়াকে। মাত্র ২৬ বছর বয়সি রোমানিয়া এতদিন পর্যন্ত লিবারাল পার্টির যুব সংগঠনের প্রধান ছিলেন। রাজনৈতিক ক্যারিয়ারে  আগে পরিবেশ সংক্রান্ত কোনও দায়িত্ব সামলাননি তিনি। অতীতে তিনি ক্রিস্টার্সনের কড়া সমর্থক ছিলেন।

আরও পড়ুন -  সঙ্গীর নজর খালি টাকাকড়ির দিকে, কি ভাবে জানবেন ?

শুক্রবারই সুইডেনের জোট সরকার ক্ষমতায় আসে। মঙ্গলবার মন্ত্রিসভা ঘোষণা করেন প্রধানমন্ত্রী ক্রিস্টার্সন।

নতুন মন্ত্রীসভার ২৪ মন্ত্রীর মধ্যে ১১ জনই নারী। একটি নতুন মন্ত্রী পদ ঘোষণা করেন ক্রিস্টার্সন। রাশিয়ার সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে এদিন অসামরিক প্রতিরোধ ব্যবস্থা নামক নতুন পদ নিয়ে আসা হয় সুইডেনের মন্ত্রীসভায়।

আরও পড়ুন -  দেখি তৃণমূলের কত ক্ষমতা, রামভক্তদের পা কি করে ভাঙতে পারেঃ জিতেন্দ্র তেওয়ারি

সূত্রঃ এএফপি। ছবিঃ সংগৃহীত।