Sourav Ganguly: সৌরভ বিসিসিআইয়ের বার্ষিক সভায়, নতুন জল্পনা শুরু

Published By: Khabar India Online | Published On:

 সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভায়। ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) মুম্বাইয়ে বোর্ডের সভায় যোগ দিলেন সৌরভ। সঙ্গে ছিলেন জয় শাহও।

 গতকাল (সোমবার) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভের না থাকা নিয়ে বলেন, আমি সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব।

সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছে। বিসিসিআইয়ের সভাপতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সৌরভের জন্য ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। সৌরভ নেই, কিন্তু অমিতবাবুর ছেলে থেকে গেলেন। সৌরভকে বাদ দেয়া হল কোন উদ্দেশ্যে?

আরও পড়ুন -  Sports: যে খেলাগুলো আজকে টিভিতে দেখা যাবে

সৌরভ আইসিসিতে যাবেন কি না, তা পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরে। বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদে নির্বাচনের বিষয়ে শনিবার সৌরভ বলেন, হ্যাঁ, আমি নির্বাচনে লড়তে চলেছি।

আরও পড়ুন -  Hydrogen Powered Train: ভারতে চলবে নতুন হাইড্রোজেন চালিত ট্রেন, কবে থেকে এবং কোন রুটে?

আগামী ২২ অক্টোবর মনোনয়ন জমা দেয়ার ইচ্ছে রয়েছে। পাঁচ বছর আমি সিএবি-তে ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারব। ২০ তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারব বলে আশা করছি।

 ইডেন গার্ডেন্সে সৌরভ সাংবাদিকদের জানিয়েছিলেন, তার বিরুদ্ধে ইদানীং যে কুৎসা চলছে তার জবাব দিতেই নির্বাচনে লড়তে চলেছেন। সৌরভের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিদায়ী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও।

আরও পড়ুন -  T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠছে

বোর্ড সভাপতি হওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছেন বিন্নী। তার মনোনয়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কর্নাটক রাজ্য সংস্থার (কেএসসিএ) দুই সদস্য অভিযোগ তুলেছিলেন, বিন্নীর মনোনয়ন বৈধ নয়। তবে বোর্ডের নির্বাচনী আধিকারিক সব তথ্য খতিয়ে দেখে জানিয়েছেন, বিন্নীর মনোনয়ন নিয়ে কোনও সমস্যা নেই। সর্বসম্মতিক্রমে তার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া সময়ের অপেক্ষা। ছবিঃ সংগৃহীত।