Paradise: স্বর্গরাজ্য, প্রকৃতি প্রেমিকদের কাছে

Published By: Khabar India Online | Published On:

 স্বর্গোদ্যান জম্মু ও কাশ্মীর। প্রকৃতি প্রেমিকদের কাছে আক্ষরিক অর্থেই স্বর্গরাজ্য। ইদানীং একটা চল উঠেছে তারসার মারসার লেক ট্রেকিংয়ের। ১৩ হাজার ফুট উচ্চতায় ছবির মতো নয়, ছবির চেয়েও সুন্দর এক লেক। যেখানে মেঘ এসে ঢেকে দেয় নীল জল।

বলতে গেলে ষোলো শতকে এই লেকের কথা জানা গিয়েছিল। তারসার ও মারসার লেকদুটির কথা ষোলো শতকের কাশ্মীরের শাসক ইউসুফ শাহ চাকের কবিতার মধ্যে উল্লেখিত।

আরও পড়ুন -  Dance Video: দুর্দান্ত বেলি নাচ এই যুবতীর, ‘বাটলা হাউজ’এর গানে, নোরা ফাতেহিকে টেক্কা

তারসার লেক থেকে একটা ধারা বেরিয়ে লিডার নদীতে পড়েছে। লিডার নদী পহেলগাম দিয়ে বয়ে গিয়েছে।  মারসার লেক ঠিক মারসার লেকের বিপরীতে।
ঘন নীল জল। আবহাওয়াবিশেষে বরফে পরিণত হয়। উপরে ঝুঁকে রয়েছে স্বচ্ছ আকাশ। চারিদিকে অপূর্ব এক প্রাকৃতিক পরিবেশ।

মারসার লেকটি উপভোগ করতে হয় প্রায় ৭০০ ফুট উপর থেকে। ছবির মতো লাগে। যখন সূর্য ওঠে, সূর্যের প্রথম নরম রক্তিম আভা ছড়িয়ে পড়ে লেকের জলেতে। একটা আশ্চর্য আবেশ তৈরি হয়। চারপাশে ইউ-আকৃতির উপত্যকা। মাঝে মাঝেই মেঘ এসে ঢেকে দিচ্ছে নীচের লেক।

আরও পড়ুন -  Jalebi Bai: বোল্ডনেসের সীমা ছাড়িয়ে গিয়েছে অভিনেত্রী উল্লুর এই সিরিজে, ‘জালেবি বাই’ আবারো ভাইরাল নেটদুনিয়ায়

ট্রেকিং রুটটি একই সঙ্গে কঠিন ও অ্যাডভেঞ্চারাস। আরু গ্রাম থেকে এর ট্রেকিং শুরু। লিডার নদীর সবুজ পার ধরে এই ট্রেকিং রুট। অতি মনোমুগ্ধকর। আরু থেকে তারসার লেকের দূরত্ব ২৪ কিলোমিটার।

আরও পড়ুন -  KL Rahul: ‘মহাকালের’ মন্দিরে পৌঁছালেন রাহুল, করলেন হোম যজ্ঞ, স্ত্রী আথিয়াকে সাথে নিয়ে

এই ট্রেকিং রুটটির মোট অতিক্রান্ত পথ দাঁড়ায় ৪৮ কিলোমিটার। এই রুটে পথ কোনও কোনও সময় খুব খাঁড়াই ও পথ অত্যন্ত রুক্ষ এবং উঁচু-নিচু। এমনও নয় যে, এটা খুবই কঠিন কোনও ট্রেক। হাই অল্টিটিউডে যাদের ট্রেকিংয়ের একটু-আধটু অভিজ্ঞতা রয়েছে, তাদের পক্ষে কঠিন নয়। সূত্র ও ছবিঃ জি নিউজ।