Kedarnath: পাইলটসহ নিহত ৬, কেদারনাথে তীর্থযাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত

Published By: Khabar India Online | Published On:

উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলটসহ ৬ জন নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, কেদারনাথ ধাম থেকে মাত্র ২ কিলোমিটার দূরে গরু চট্টির কাছে বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি। এখনও পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুন -  Philippines: ৮০ টি বাড়ি ধ্বংস, ফিলিপাইনে অগ্নিকাণ্ড

কর্মকর্তারা আরও জানিয়েছেন, কেদারনাথ থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ২ পাইলটসহ মোট সাতজন ছিলেন বলে সূত্র জানিয়েছে। দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -  Russian Missile Strike: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ওডেসায় বহুতল ভবনে, নিহত ১০

বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, খারাপ আবহাওয়া ও দুর্বল দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তারা।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই ঘটনায় তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন যে পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন -  Colombian Prison Riots: কারাগারে দাঙ্গা-অগ্নিকাণ্ড, নিহত ৪৯, কলম্বিয়া

সূত্রঃ এনডিটিভি। ছবিঃ সংগৃহীত।