T20 World Cup: ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ডের কাছে হারল

Published By: Khabar India Online | Published On:

 টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়েছে স্কটল্যান্ড।

ওভালে দিনের শুরুতেই বেশ ভালো শুরু করে স্কটিশ ব্যাটাররা। ওপেনিং জুটিতে করে ৫৫ রান। নির্ধারিত বিশ ওভার শেষে ওপেনার জর্জ মুনসের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে তারা। মুনসে তুলে নেন আসরের প্রথম অর্ধশতক। ৫৩ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস। কলাম ম্যাকলয়েড খেলেন ১৪ বলে ২৩ রানের এক ঝড়ো ইনিংস।

আরও পড়ুন -  এই ঘটনার সঙ্গে কলেজের ভেতরের কেউ জড়িত আরজিকর কাণ্ডে, কোন প্রভাবশালী ইন্টার্নের দিকে ইঙ্গিত!

দুইটি করে উইকেট নেন জেসন হোল্ডার ও আলজারি জোসেফ। একটি উইকেট পান ওডিয়েন স্মিথ।

১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালভাবেই করে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। তবে ৫৩ রানে দুই উইকেট হারানোর পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৭৯ রান করতেই সাজঘরে ফেরেন দলের আটজন ব্যাটার। এরপর জেসন হোল্ডার ও ওডিয়েন স্মিথ প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। ১১৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ   ইনিংস। সর্বোচ্চ ৩৮ রান করেন জেসন হোল্ডার। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মার্ক ওয়াট। দুইটি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল ও মাইকেল লিস্ক।

আরও পড়ুন -  “হঠাৎ করে সবকিছু বেরিয়ে আসছে”, আবার উপস্ মোমেন্ট অভিনেত্রী Esha Gupta

অপরাজিত ৬৬ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান জর্জ মুনসে।

স্কটল্যান্ড ১৬০/৫, ওয়েস্ট ইন্ডিজ ১১৮, স্কটল্যান্ড ৪২ রানে জয়ী। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Viral: নিচের দিকে শরীর দেখালেন অন্বেশি জৈন জিমে গিয়ে, ভিডিও করলেন ক্যামেরা জুম করে