Kali Puja-2022: শিলিগুড়ির পাল পাড়া ও চয়ন পাড়া যেন প্রদীপ নগরী

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়ির পাল পাড়া ও চয়ন পাড়া যেন প্রদীপ নগরী।

আর কয়েকদিন পরেই আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো,শিলিগুড়ির চয়ন পাড়া,পাল পাড়ায় ব্যস্ততা তুঙ্গে।অন্তত ৬০ টি পরিবার এই প্রদীপ তৈরীর কাজ করে থাকেন।শুধু শহর নয়, গোটা দেশের বিভিন্ন স্থানে এখান থেকে প্রদীপ সরবরাহ করা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন -  ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, Yaas Cyclone

সাধারণত তিন ধরনের প্রদীপ এখানে তৈরী হয়ে থাকে, ছোট বড় এবং মাঝারি। এই দুই এলাকা যেন প্রদীপ নগরী, কেউ প্রদীপ তৈরী করছেন। কেউ আবার প্রদীপ শুকাতে দিচ্ছেন, কেউ আবার আঁকছেন। সব মিলিয়ে পরিবারগুলির ব্যস্ততা তুঙ্গে রয়েছে।

আরও পড়ুন -  ইনস্টাগ্রামে স্টোরি নিয়ে জল্পনা, মা হতে চলেছেন নুসরত ?