CAB Election: সিএ বি’র নির্বাচনে সৌরভ দাঁড়াবেন নিজেই বললেন

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   সিএ বি’র নির্বাচনে সৌরভ দাঁড়াবেন নিজেই বললেন।

লড়াই তাহলে জমে গেলো সি এ বি র নির্বাচনে। সৌরভ গাঙ্গুলি ইডেনে এসে শনিবার নিজেই জানিয়ে দিলেন সভাপতি পদে নির্বাচনে লড়াই করবো। আগামী মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেব।কোনও সমালোচনাকে ভয় করি না। কাজের মধ্যে দিয়ে নিজেকে প্রমাণ করবার জন্যে কামব্যাক করতে চাই। নির্বাচনে জয়লাভ করে সি এ বি র উন্নয়নে বড় ভুমিকা নিতে চাই। সৌরভ এই ঘোষণার পরে অনেক ছবি বদলে যাবে। প্রশ্ন এখন বিরোধী পক্ষ কী চাল খেলে।

আরও পড়ুন -  DADAGIRI 9 : দাদাগিরি আবার করছেন সকলের দাদা সৌরভ, এবার নতুন রূপে

বিরোধী পক্ষের বিশ্বরূপ দে, বাবলু গাঙ্গুলি,গৌতম দাশগুপ্ত ও বিশ্ব মজুমদার সহ অন্যরা কী করবেন সেটা দেখবার বিষয়। বিশ্বরূপ দে বলেছেন,সব বিষয়ের উপর নজর রাখছি। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। তাই অপেক্ষায় থাকতে হবে। সবার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন -  ঘরোয়া উপায়ে দূর করুন গালে এলার্জি

সৌজন্যে।