রক্তদান শিবিরে জনসচেতনতাই বৃক্ষ প্রদান

Published By: Khabar India Online | Published On:

সম্প্রীতি মোল্লা, ভাতারঃ   রক্তদান শিবিরে জনসচেতনতাই বৃক্ষ প্রদান।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা বাজারে সমাজসেবী সেখ মজনু, ডক্টর আবীর গুহ এবং বাসুদেব ঘোষের উদ্যোগে শুভ বিজয়া ও নবী দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

এক ফোঁটা রক্ত মানুষের জীবন বাঁচাতে যথেষ্ট। মানবদেহের অন্যান্য অংশসমূহ যান্ত্রিকভাবে পরিবর্তন করা সম্ভব হলেও রক্তের কোনরূপ পরিবর্তন ঘটানো সম্ভব করতে পারেনি বিজ্ঞানী সমাজ। তাই রক্তের যোগান একমাত্র মানবদেহের রক্ত দিয়ে পরিপূর্ণ করা সম্ভব। শেখ মজনুর পুত্রবধূর স্মৃতির স্মরণে নীরবতা পালন ও পুষ্পাঞ্জলি নিবেদনের পর রক্তদান কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন -  Dehradun: দেরাদুন বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল 5 জন পর্যটকের, আহত 7

 গত দু’বছর করোনা পরিস্থিতি থাকায় বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠান রক্তদান শিবির করে উঠতে না পারলেও সমাজসেবী শেখ মজনু ব্যক্তিগত উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করে এসেছেন। এদিন প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট। বিষ্ণ উষ্ণায়ন রোধে সচেতনতার উদ্দেশ্যে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে নারকেলের চারা গাছ তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা শেখ মজনু জানান, -‘পৃথিবীতে রক্তদানের তুলনায় বহুমূল্য অন্য কিছু দান হয় না। তাই ব্লাড ব্যাংকের রক্ত যোগানের উদ্দেশ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমার পুত্রবধূর আকস্মিক মৃত্যুতে আমার সমগ্র পরিবার শোকাহত। তাঁর স্মৃতি রক্ষার্থে রক্তদানের পাশাপাশি সকলের হাতে একটি করে নারকেলের চারা গাছ তুলে দেওয়া হয়।’

আরও পড়ুন -  BigNews: জোর ধাক্কা খেলেন মমতা, ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট ব্যক্তি