Blood Donation Camp: রক্তদান শিবির হলো জনসচেতনতাই

Published By: Khabar India Online | Published On:

বিশেষ সংবাদদাতা, হাওড়াঃ   রক্তদান শিবির হলো জনসচেতনতাই।

হাওড়ার বাকসাড়া লোক সমিতি’র উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ ( ১৬ অক্টোবর )।  এই শিবিরে মোট পুরুষ ও মহিলা মিলিয়ে ৪৪ জন রক্তদান করলেন। এক ফোঁটা রক্ত মানুষের জীবন বাঁচাতে যথেষ্ট।

আরও পড়ুন -  শুরু হলো দেবীর আরাধনা

মানবদেহের অন্যান্য অংশসমূহ যান্ত্রিকভাবে পরিবর্তন করা সম্ভব হলেও রক্তের কোনরূপ পরিবর্তন ঘটানো সম্ভব করতে পারেনি বিজ্ঞানী সমাজ। তাই রক্তের যোগান একমাত্র মানবদেহের রক্ত দিয়ে পরিপূর্ণ করা সম্ভব।

আরও পড়ুন -  দুর্গাপুজো

গত দু’বছর করোনা পরিস্থিতি থাকায় বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠান রক্তদান শিবির করতে পারেনি। রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট। পৃথিবীতে রক্তদানের তুলনায় বহুমূল্য অন্য কিছু দান হয় না। তাই ব্লাড ব্যাংকের রক্ত যোগানের উদ্দেশ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন হাওড়ার বাকসাড়া লোক সমিতি।

আরও পড়ুন -  Mohun Bagan Club: মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ