‘গুড্ডি’ সিরিয়ালটি গত বছর শুরু হয়েছিল। পাহাড়ি মেয়ে গুড্ডির আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে শুরু হয় এই সিরিয়াল। এখন মূল কাহিনী থেকে সরে গিয়েছে ‘গুড্ডি’। গুড্ডি-অনুজ-শিরিনের ত্রিকোণ প্রেমের কাহিনীতে পরিণত হয়েছে এই সিরিয়াল। গুড্ডির আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে তৈরি কাহিনী প্রথমদিকে দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল। আশা করেছিলেন সিরিয়ালটি হতে চলেছে নারীকেন্দ্রিক। কাহিনী ক্রমশ যত এগিয়ে যাচ্ছে, গুড্ডি-অনুজের বিচ্ছেদ, শিরিন-অনুজের বিয়ে, উপরন্তু অনুজের পরকীয়ার কাহিনীতে পরিণত হয়েছে ‘গুড্ডি’। সিরিয়ালটি চলে গিয়েছে দর্শকদের অপছন্দের তালিকায়। নেটিজেনদের ট্রোলের পাশাপাশি ‘গুড্ডি’ নামী ইউটিউবারদের কাছে রোস্ট হচ্ছে। অনুজের চরিত্র সকলের কাছেই অপ্রিয় লাগছে।
View this post on Instagram
গুড্ডির চরিত্রে অভিনয় করছেন শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। অনুজের চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু (Ranojoy Vishnu)। শিরিনের চরিত্রে রয়েছেন মধুরিমা বসাক (Madhurima Basak)। রণজয় বর্তমানে শহরে নেই। মধুরিমা জানালেন, দর্শকরা নিন্দা করলেও তাঁর কিছুই যায়-আসে না। তিনি মনে করেন, দর্শকরা যত বেশি নিন্দা করবেন, মধুরিমা তত বুঝতে পারবেন, তিনি ভালো কাজ করছেন। ‘গুড্ডি’-র চিত্রনাট্য লিখছেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। ট্রোলড হয়েছেন তিনিও।
মধুরিমা মনে করেন, লীনা তাঁর মেন্টর। ফলে লীনার কথামতো অভিনয় করেন। শিরিনের চরিত্রকে নেতিবাচক বলতে রাজি নন মধুরিমা। তাঁর মতে, সম্পর্কের জটিলতার শিকার হয়েছে চরিত্রগুলি।
View this post on Instagram
মধুরিমা মনে করছেন, অনুজের চরিত্রটি ভিলেন অর্থাৎ নেতিবাচক। শিরিন সম্পূর্ণ ভাবেই পরিস্থিতির শিকার হয়েছে। তবু দর্শকদের একাংশ শিরিনকে পছন্দ করছেন।