নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ শব্দবাজি ফাটানো নিষেধ, সবুজ বাজি ব্যবহারে পরিবেশ দূষণ অনেক কম।
বাজারের শব্দবাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, বিকল্প ব্যবস্থা হিসাবে সবুজ বাজি বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ারে চলে এসেছে এই সবুজ বাজি। সবুজ বাজি ও শব্দ বাজির মধ্যে পার্থক্য হল সবুজ বাজিতে পরিবেশ দূষণকারী কাঁচামাল অনেক কম ব্যবহার করা হয়। এই বাজিতে পরিবেশ দূষণের পরিমাণ অনেকটাই কম হয়।
সবুজ বাজি আসলে কি, সবুজ বাতি আসলে হলো পরিবেশবান্ধব, এই বাজির ব্যবহারে পরিবেশ দূষণ অনেকটাই কম হয়। সাধারণত তারাবাতি, ফুলঝুরি,চরকি,তুবড়ি, রকেট এই বাজে গুলিকে পরিবেশবান্ধব হিসেবে তৈরি করা হয়েছে। ছবিঃ সংগৃহীত।