Yash Dasgupta: যশ প্রথম হিন্দি ছবির পোস্টার শেয়ার করলেন, ভীষণ লাস্যময়ী নায়িকা

Published By: Khabar India Online | Published On:

যশ দাশগুপ্ত (Yash Dasgupta) কিন্তু মুম্বইয়ের বাসিন্দা। টলিউডে নায়ক হিসাবে কেরিয়ার তৈরি করলেও  হিন্দি টেলিভিশনে বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছিলেন।

তাঁর অভিনীত শেষ হিন্দি সিরিয়াল ‘না আনা ইস দেশ লাডো’ কালার্স চ্যানেলের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ছিল। তারপর বাংলায় চলে আসেন যশ। স্টার জলসায় সম্প্রচারিত সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’-র মাধ্যমে বাংলা টেলিভিশনে ডেভিড করেন। এই সিরিয়ালে অভিনয়ের পর বড় পর্দায় অভিনয় শুরু করে দিয়েছেন যশ। এবার বলিউডে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি।

আরও পড়ুন -  Ration Card: বাড়িতে বসেই মাত্র ৫ মিনিটে রেশন কার্ডে নতুন সদস্যের নাম যোগ করুন, ধাপে ধাপে গাইড

বিনয় সাপ্রু (Vinay Sapru) ও রাধিকা রাও (Radhika Rao)এর যৌথ পরিচালনায় নির্মিত ফিল্ম ‘ইয়ারিয়াঁ 2’-র মাধ্যমে বলিউড ডেবিউ ঘটতে চলেছে। টি-সিরিজের প্রযোজনায় নির্মিত হতে চলেছে ‘ইয়ারিয়াঁ 2’।

 যশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘ইয়ারিয়াঁ 2’-এর অ্যানিমেটেড মোশন পোস্টার। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)। যশ ও দিব্যা ছাড়াও ‘ইয়ারিয়াঁ 2’-তে অভিনয় করছেন পার্ল ভি.পুরি (Pearl V.Puri), প্রিয়া প্রকাশ ভেরিয়ার (Priya P.Varrier), লিলেট দুবে (Lilet Dubey) এবং মিজান জাফরি (Mizaan Zafri)।

আরও পড়ুন -  Prosenjit Chatterjee: ছেলে মিশুকের জন্মদিনে ছবি শেয়ার করলেন, অভিনেতা প্রসেনজিৎ

 আগে টি-সিরিজ প্রযোজিত ফিল্ম ‘ইয়ারিয়াঁ’ একটি মিউজিক্যাল হিট হওয়ার পাশাপাশি বক্স অফিসেও সফল ছিল। এই ফিল্মে অভিনয় করেছিলেন হিমাংশ কোহলি (Himansh Kohli)। হিমাংশের কেরিয়ারের গতি উল্লেখযোগ্য নয়। ‘ইয়ারিয়াঁ 2’ হতে চলেছে একটি রোম‍্যান্টিক ফ্যামিলি ড্রামা। 2023 সালের 12 ই মে মুক্তি পাবে ফিল্মটি।

যশের অনুরাগীদের একাংশের আশা, বলিউড কাঁপিয়ে দেবেন যশ। বলিউডে অন্যতম সফল বঙ্গতনয় যীশু সেনগুপ্ত (Jissu U. Sengupta), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-দের সামনে কি টিকতে পারবেন।

আরও পড়ুন -  Nusrat Jahan: নুসরাত ক্ষমা চাইলেন