সিঁথিতে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে নতুন বিয়ের গুঞ্জন, ধারণা ছিল না এত আলোচনা হবেঃ অপু বিশ্বাস

Published By: Khabar India Online | Published On:

অপু বিশ্বাস ঢালিউড কুইন। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত ছিলেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত। নাম লিখিয়েছেন প্রযোজকের খাতায়ও।

এবার পুজোয় পঞ্চমীর দিন ছেলে আব্রাম খান জয়কে নিয়ে কলকাতায় আসেন অপু বিশ্বাস। বিজয়া দশমীতে কলকাতার কাঁকুরগাছির একটি মণ্ডপে লাল-সাদা শাড়ি পরে সিঁদুর খেলায় মেতে ওঠেন। এই সময় অপুর সিঁথির সিঁদুর নেটিজেনদের নজর কাড়ে।

আরও পড়ুন -  Web Series: ঝড় উড়িয়েছে নেটজগতে রোমান্সে ভরপুর ওয়েব সিরিজটি, একদম বাচ্চাদের সামনে দেখবেন না

সিঁথিতে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে অন্তর্জালে অপুর নতুন বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেই গুঞ্জনে জল ঢেলে দেন নায়িকা। স্পষ্ট জানান, সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল।

আরও পড়ুন -  Apu-Bubli: অপু ও বুবলীর মধ্যকার অদৃশ্য দ্বন্দ্ব মাঝেমধ্যেই প্রকাশ্যে

অপু বিশ্বাস বলেন, বিভিন্ন সিনেমায় ও পুজোর ফটোশুটে অসংখ্যবার সিঁথিতে সিঁদুর দিয়েছি। বিষয়টি নিয়ে এত আলোচনা হবে ধারণা ছিল না। সাধারণত বিবাহিত নারীরা সিঁদুর খেলা খেলেন। আমি সন্তানের মা, সেই কারণে সিঁদুর খেলায় অংশ নিয়েছি।

আরও পড়ুন -  শারীরিক চাহিদা মেটালেন গৃহবধূ প্রতিবেশী যুবকের সঙ্গে, স্বামী থাকতে, একলা দেখবেন