Amalaki Hair Pack: আমলকির হেয়ার প্যাক, চুলের যত্নে

Published By: Khabar India Online | Published On:

আমলকি বেশ উপকারি চুলের যত্নে। শরীর সুস্থ্য রাখতেও বেশ কার্যকরী আমলকি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস করলে নানান রকম রোগ নিয়াময়ের পাশাপাশি চুলের এবং ত্বকের যত্নে বেশ উপকার।

আরও পড়ুন -  Hair Straight: মেথি সোজা রাখবে চুল

চুলের যত্নে আমলকি খাওয়ার পাশাপাশি ব্যবহার করতে পারেন আমলকির ঘরোয়া হেয়ার প্যাক। নিন ১ টেবল চামচ আমলকি গুঁড়ো। সাথে ২ টেবল চামচ নারকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে পেষ্ট করে নিন। সাথে অ্যালোভেরা জেল মেশালে খুব ভালো উপকার পাবেন।

আরও পড়ুন -  Rich Indian Woman: ধনী ভারতীয় নারী, রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়েও!

এই প্যাক চুলে ব্যবহার করে ২৫ মিনিট অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলতে হবে। ভালো উপকার পেতে সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করুন। চুল পরা রোধের পাশাপাশি চুলের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।  ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Hair Thick: ঘন চুল এবং সৌন্দর্য আরও ভালো করার উপায়