আমলকি বেশ উপকারি চুলের যত্নে। শরীর সুস্থ্য রাখতেও বেশ কার্যকরী আমলকি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস করলে নানান রকম রোগ নিয়াময়ের পাশাপাশি চুলের এবং ত্বকের যত্নে বেশ উপকার।
আরও পড়ুন - Dance Video: সুন্দরী যুবতী ঝড় তুললেন, বেলি ডান্সে নোরা ফাতেহিকে টেক্কা দিলেন, ভিডিও দেখুন
চুলের যত্নে আমলকি খাওয়ার পাশাপাশি ব্যবহার করতে পারেন আমলকির ঘরোয়া হেয়ার প্যাক। নিন ১ টেবল চামচ আমলকি গুঁড়ো। সাথে ২ টেবল চামচ নারকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে পেষ্ট করে নিন। সাথে অ্যালোভেরা জেল মেশালে খুব ভালো উপকার পাবেন।
এই প্যাক চুলে ব্যবহার করে ২৫ মিনিট অপেক্ষা করে তারপর ধুয়ে ফেলতে হবে। ভালো উপকার পেতে সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করুন। চুল পরা রোধের পাশাপাশি চুলের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। ছবিঃ সংগৃহীত।
