Kojagari Lakshmi Puja: কোজাগরী লক্ষীপুজো পূর্ণিমার রাতে করা হয়, কারণ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ   মা লক্ষ্মীর আরাধনা কোজাগরি পূর্ণিমার রাতে করা হয়, কারণ।

শরতে মা দূর্গা পূজা হওয়ার পর, সাধারণত মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে। তবে ভাদ্র পৌষ, চৈত্র মাসেও মা লক্ষ্মীর পূজা হয়। শরৎকালের কোজাগরী পূর্ণিমাতে মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। এই পূজার একটি বিশেষত্ব রয়েছে। মা লক্ষ্মী হলেন ধন, সম্পত্তি, বৈভব এর দেবী।কোজাগরি পূর্ণিমার দিন মা লক্ষ্মীর আরাধনা রাত্রে হয়ে থাকে।

আরও পড়ুন -  অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, সদ্য স্বামী হারা মহিলার পাশে

এর পিছনে কারণ রয়েছে, পুরানে বর্ণিত আছে এই বিশেষ দিনে রাতে মা লক্ষ্মী সর্বলোক থেকে মর্ত লোককে আগমন করেন। সেজন্য রাত্রে বেলায় মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। এই দিন মা লক্ষ্মী দুহাত ভোরে তার ভক্তদের আশীর্বাদ করেন।

আরও পড়ুন -  সিবিআই-এর তদন্ত করার সুবিধা প্রত্যাহার করেছে যেসব রাজ্য