নিজস্ব সংবাদদাতা, মালবাজারঃ সুপার হিরো মোহাম্মদ মানিক, হড়পা বানে ভেসে যাওয়ার ১০ জনকে বাঁচায়।
মোহাম্মদ মানিক, সোশ্যাল মিডিয়ায় এখন চর্চিত নাম। সুপার হিরো বললেও কম বলা হয়, মাল নদীর হড়পা বানে ভেসে যাওয়া ১০ জনকে একাই উদ্ধার করেছেন তিনি।
দশমীর রাতে মালবাজারের মাল নদীতে প্রতিমার বিসর্জন চলছিল, জমা হয়েছিল প্রায় ৮ হাজার মানুষ। আচমকা হড়পা বান আসে নদীতে, ভেসে যেতে থাকে মানুষ। চোখের সামনে মানুষের করুণ অবস্থা নিজেকে ঠিক রাখতে পারেনি সে, ১৫ ফুট উচ্চতা থেকে নিজের জীবনকে বাজি রেখে নদী ঝাঁপ দিয়ে ভেসে যাওয়া ১০ মানুষকে বাঁচায়। পায়ে চোট পায় সে, এরপর তাকে মালবাজার হাসপাতালে ভর্তি করা হয়। প্রশাসনের তরফ থেকে পুরস্কৃত করা হয়েছে তাকে, তবে সে যেভাবে অসাধ্য সাধন করেছে, পুরস্কার শব্দটাও তার কাছে বেমানান। যেকোনো হলিউড ছবিকে টেক্কা দেবে তার বীরত্ব, নিজের জীবনের রেয়াত না করে দশটি তরতাজা প্রাণকে রক্ষা করেছে সে।