Niranjan Ghat: শিলিগুড়ির লালমোহন নিরঞ্জন ঘাটে বিসর্জন পর্ব শুরু

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়ির লালমোহন নিরঞ্জন ঘাটে বিসর্জন পর্ব শুরু।

ষষ্ঠী থেকে দশমী পুজোর এ কটা দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকা। এক মাস আগের থেকে পুজোর বাজার শুরু হয়ে যায়।

আরও পড়ুন -  Kali Pujo-2022: বিবেকানন্দ ক্লাবের পূজোর উদ্বোধন করলেন পাওলি দাম

দোকান বাজারগুলিতে মানুষের ঢল নামে, পরিস্থিতি বদলে যায়। বাতাসে শিউলির গন্ধ, আকাশের পেজা তুলোর মতো মেঘ মায়ের আগমনী বার্তা দেয়।

এবছর অন্যান্য জায়গার মতো শিলিগুড়িতেও বড় বড় দুর্গাপূজা হয়েছে। পুজোর কটা দিন রাস্তায় নেমেছিল জনসমুদ্র। আজ মায়ের বিদায় বেলা, বিষাদের সুর।

আরও পড়ুন -  সর্বোচ্চ গোলদাতা যারা, বিশ্বকাপজয়ী দলের হয়ে

শিলিগুড়ি মহানন্দা নদীর লালমোহন নিরঞ্জন ঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে। প্রতিমা নিরঞ্জন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রশাসন বিশেষ তৎপর। এদিন যাবতীয় বিষয় খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয় রঞ্জন সরকার সহ অন্যান্যরা।

আরও পড়ুন -  শিলিগুড়ি পুরো নিগমে পালিত হলো, পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিন

Niranjan Ghat: শিলিগুড়ির লালমোহন নিরঞ্জন ঘাটে বিসর্জন পর্ব শুরু