Avalanche: কমপক্ষে ৪ জনের মৃত্যু, উত্তরাখণ্ডে তুষারধসে

Published By: Khabar India Online | Published On:

 উত্তরাখণ্ডে ‘দ্রৌপদী ডান্ডা-২’ পর্বতশৃঙ্গে মঙ্গলবার সকালে তুষারধসের ঘটনা ঘটে। ২৯ জন প্রশিক্ষণার্থী পর্বতারোহী আটকা পড়েছিলেন। তাদের বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আটজনকে উদ্ধার করা হলেও বাকিদের নিরাপদে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে উত্তরাখণ্ড পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন -  Holi Special Trains: হোলি উপলক্ষে ট্রেন যাত্রা চ্যালেঞ্জিং, টিকিট সংকট ও বিশেষ ট্রেনের ব্যবস্থা

উত্তরাখণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া পর্বতারোহীর উত্তরাখণ্ডের উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর শিক্ষার্থী।

উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার বলেছেন, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ প্রায় ১৬ হাজার ফুট উচ্চতার তুষারধসের খবর পাওয়া যায়। দ্রুত উদ্ধারের কাজ শুরু করেছে, সেনাবাহিনী, বিমান ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)-এর উদ্ধারকারী বাহিনী।

আরও পড়ুন -  Russia: আবাসিক ভবনে রাশিয়ান যুদ্ধ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত হয়েছেন

তিনি বলেন, এখন পর্যন্ত আট পর্বতারোহীকে উদ্ধার করে ১৩ হাজার ফুট উচ্চতায় একটি হেলিপ্যাডে নামিয়ে আনা হয়। পরে হেলিকপ্টারে তাদের দেহরাদূনে আনা হয়েছে। আটকে পড়া পর্বতারোহীদের খোঁজ চলছে।

 মুখ্যমন্ত্রীর কার্যালয় টুইট করেছে, দ্রৌপদীর ডান্ডা-২ পর্বত শৃঙ্গে তুষারধসে আটকে পড়া প্রশিক্ষণার্থীদের উদ্ধার করতে জেলা প্রশাসন, এনডিআরএফ, এসডিআরএফ, সেনাবাহিনী এবং আইটিবিপি কর্মীদের সাথে এনআইএম-এর দল দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন -  Protests: ইতালিতে বিক্ষোভ, ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে

কার্যালয় আরও জানিয়েছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে কথা বলে  সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন।

সূত্রঃ  এনডিটিভি। প্রতিকী ছবি।