Nusrat Jahan: বিগ বসের ঘরে, নুসরত জাহান কি বাদ?

Published By: Khabar India Online | Published On:

ভারতের বুকে ‘এন্ডেমল শাইন’ তৈরি করেছিল ‘বিগ বস’। বিগ বসের ঘরের প্রাচূর্য বেড়েছে। বেড়েছে প্রতিযোগিতার উষ্ণতা। প্রতি বছর বিগ বসের ঘরের দিকে চাতক পাখির মতো তাকিয়ে বসে থাকেন দর্শকদের একাংশ। কারণ বিগ বসের ঘরে উপস্থিত থাকেন দর্শকদের অতীব চেনা সেলেবরা। তাঁদের ব্যক্তিগত জীবন ও অনুভূতি ক্যামেরাবন্দি হয় বিগ বসের ঘরে। সপ্তাহান্তে তাঁদের ঠিক-ভুলের হিসাব করেন সলমান খান (Salman Khan)।

‘বিগ বস’-এর ঘরে যেতে সেলেবরা কেউ ভয় পান যদি তাঁদের রহস্য ভেদ হয়ে যায়। কেউ নিজে থেকেই চান ড্রামা করতে। রহস্য ভেদ করার পাশাপাশি আশ্রয় নেন পাবলিসিটি স্টান্টের। প্রতিবারের মতো এবারও প্রতিযোগীর তালিকা নিয়ে দর্শকদের মধ্যে ছিল উত্তেজনা। কারণ শোনা গিয়েছিল শিল্পা শেঠি (Shilpa Shetty)র স্বামী ও পর্ণ কান্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রা (Raj Kundra) শোয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

আরও পড়ুন -  ভর দুপুরে গাড়ির কাঁচ ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ! পুলিশি নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন

 শোনা গিয়েছিল, বঙ্গতনয়া অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan Ruhi) আসতে পারেন বিগ বসের ঘরে। এই সব কিছুই ছিল অনুমান। অবশেষে সামনে এল বিগ বসের ঘরের আসন্ন অতিথি তালিকা।

আরও পড়ুন -  Nusrat Jahan: দ্বিতীয়বার প্রেগন্যান্সি নিয়ে সরব অভিনেত্রী নুসরত জাহান

বিগ বসের আগামী সিজনে তাঁর অতিথি হয়ে আসছেন ‘লাঞ্চবক্স’ খ্যাত অভিনেত্রী নিমরত কৌর (Nimrat Kaur), সাম্বুল তৌকির (Sambul Touqeer), সৌন্দর্য শর্মা (Soundarya Sharma), টিনা দত্ত (Tina Dutta), সৃজিতা দে (Srijita Dey), চাঁদনি শর্মা (Chandni Sharma), গৌতম ভিজ (Gautam Bhij), শিভিন নারাং (Shibhin Narang), শালিন ভানোত (Shalin Bhanot), নৃত্যশিল্পী গোরি নাগোরি (Gori Nagori), আফগানি গায়ক আবু রজিক (Abu Rajik), মিস ইন্ডিয়া রানার আপ মান্য সিং (Manya Singh)। আসতে পারেন মুনওয়ার ফারুকী (Munwar Farooqi), ফরমানি নাজ (Farmani Naaz), ভিভিয়ান ডিসেনা (Vivian Dsena), টুইঙ্কল কাপুর (Twinkle Kapoor), অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande), কণিকা মান (Kanika Mann), সোশ্যাল মিডিয়া স্টার ফয়সল শেখ (Faisal Sheikh), র‌্যাপার এমসি (MC), স্ট্যান (Styan)।

আরও পড়ুন -  Yash Dasgupta: যশের বাড়ি ছাড়লেন বান্ধবী, যশের জীবনে শুধুই নুসরত !

কালার্স চ্যানেলে পয়লা অক্টোবর থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস 16’-এর সম্প্রচার। সপ্তাহের প্রতিদিন রাত দশটায় সম্প্রচারিত হলেও শনিবার ও রবিবার।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)