T20 World Cup: মোট প্রাইজমানি ৫.৬ মিলিয়ন ডলার, টি-টোয়েন্টি বিশ্বকাপের

Published By: Khabar India Online | Published On:

 টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ১৬ অক্টোবর শুরু হতে যাচ্ছে। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এবং ছোট ফরম্যাটে বিশ্বসেরার লড়াই শুরুর আগে প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সব দল মিলিয়ে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৫.৬ মিলিয়ন ডলার।

আরও পড়ুন -  Lionel Messi: লিওনেল মেসি বিশ্ব ফুটবলের শাসক

টুর্নামেন্টে জয়ী দলটি পাবে ১.৬ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক ৮ লাখ ডলার।

৪৫ ম্যাচের এই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠতে পারলেই ৪ লাখ ডলার নিশ্চিত।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই সুপার টুয়েলভ খেলা আট দল প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার করে।

আরও পড়ুন -  Martinez: থামানো উচিত ছিল মেসির, মার্টিনেজকে

 প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকছে আলাদা প্রাইজমানি। একটি ম্যাচ জিততে পারলে সুপার টুয়েলভ পর্বের প্রতিটি দল পাবে ৪০ হাজার ডলার।

প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জয়ের জন্যও সমপরিমাণ অর্থ পুরস্কার পাবে দলগুলো। এই পর্বে ১২ ম্যাচে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দল পাবে ৪০ হাজার ডলার করে।  ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Chokher Alo Scheme: একেবারে ফ্রি চশমা ও ছানির অপারেশন পশ্চিমবঙ্গে, চোখের আলো প্রকল্পে, আবেদন করে ফেলুন