শিখা দেব, কলকাতাঃ এসএন ইউ হঠাৎ সরে গেলো!
এমন কেন সরে যেতে হলো আই এফ এ য়ের সঙ্গে সম্পর্ক থেকে। মাত্র সাতদিন আগে হই হই করে কলকাতার একটি পাঁচ হোটেলে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে আচার্য্য সত্যম রায় চৌধুরী বলেছিলেন, আমরা ফুটবলের জন্যে দীর্ঘ মেয়াদী চুক্তিতে সই করতে চাই স্পনসর হিসাবে।
কলকাতা ফুটবল লিগে যেখানে মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং খেলে সেখানে ইচ্ছা অন্য ভাবে প্রকাশ পায়। কিন্তু সুপার সিক্সের খেলায় মোহনবাগান খেলছে না। ইস্ট বেঙ্গল কাদের নিয়ে খেলছে। ভবানীপুর প্রশ্ন তুলেছে। তারপরে আই এফ এ দপ্তরে কর্মকর্তাদের মধ্যে ব্যবধান। এই পরিবেশে থাকা সম্ভব বলে এস এন ইউ এর কর্তৃপক্ষ বলেছেন তাদের পক্ষে থাকা সম্ভব নয়। তাই স্পনসর থেকে এই মুহূর্তে সরে যেতে বাধ্য হতে হলো। সচিব অনির্বাণ দত্ত চিঠি কথা স্বীকার করেন। তিনি স্পন্সরের সঙ্গে কথা বলতে চান। এ ব্যাপারে সবাই অবাক হয়ে গেছেন। সভাপতি অজিত ব্যানার্জি সব কিছুর প্রতি নজর রাখছেন।
এদিকে কলকাতা ফুটবল লিগে অবনমন নিয়ে বেশ কয়েকটি ক্লাব চিঠি দিয়েছে। একটি ক্লাব আইন পথে গেছেন। সব নিয়ে বড়ো চিন্তা কথা বলছে আই এফ এ দপ্তরে। দেখা যাক কোথাকার জল কোথায় যায়।
সৌজন্যে।