Durga Pujo: রাতভর চলবে ৫০ জোড়া অতিরিক্ত লোকাল ট্রেন, দুর্গাপূজোয়, সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে

Published By: Khabar India Online | Published On:

রাজ্যবাসীর জন্য নতুন করে সুখবর নিয়ে এলো পূর্ব রেলওয়ে।

পুজোর মৌসুমে রাজ্যবাসীর জন্য নতুন একগুচ্ছ লোকাল ট্রেন চালানোর ঘোষণা করে দিয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্গাপূজার জন্য অতিরিক্ত ৫০ জোড়া লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর এই বছর কলকাতার দুর্গাপূজো আরো জাঁকজমক পূর্ণ হয়ে উঠেছে।

শহরের বিভিন্ন বড় পুজো মণ্ডপ গুলিতে মানুষের ঢল নামতে শুরু করেছে। কলকাতার পূজা মন্ডপগুলিতে আরও বেশি মানুষ আসবেন বলে মনে করছেন অনেকে। শহরতলী এবং আশেপাশের জেলাগুলির মানুষের কলকাতায় আসার সব থেকে ভালো মাধ্যম হলো ট্রেন। সেই কারণেই পুজোর দিনগুলিতে লোকাল ট্রেনের যাত্রীদের ভিড় সামলানোর জন্যই অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন -  Road Accident: কুলটিতে পথদুর্ঘটনায় গুরুতর আহত এক মোটরবাইক আরোহী

 স্পেশাল লোকাল ট্রেন ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।

  • শিয়ালদহ-রানাঘাট লাইনে চলবে একজোড়া স্পেশাল ট্রেন যেটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২:৪০ মিনিটে এবং রানাঘাট থেকে ছাড়বে রাত ১১:৪৫ মিনিটে।

*  দুই জোড়া ট্রেন চলবে শিয়ালদহ- নৈহাটির রুটে, শিয়ালদহ থেকে ছাড়বে রাত ২ঃ৩০ মিনিটে এবং রাত ১:৪৫ মিনিটে। নৈহাটি থেকে ছাড়বে রাত ১২:২৫ মিনিটে এবং রাত ২:৫৫ মিনিটে।

  • একজোড়া ট্রেন চলবে শিয়ালদহ-বনগাঁ লাইনে, শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১২:৪০ ও বনগাঁ থেকে ছাড়বে রাত ১১:৫৫ মিনিটে।
  • একজোড়া ট্রেন চলবে শিয়ালদহ-ডানকুনি রুটে, শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১১:৩০ মিনিটে এবং ডানকুনি থেকে ছাড়বে রাত ১২:২৫ মিনিটে।
  • এক জোড়া ট্রেন চলবে রানাঘাট – বনগাঁ লাইনে, যেটি রানাঘাট থেকে ছাড়বে রাত ১০টায় এবং বনগাঁ থেকে ছাড়বে রাত ৯:৫৮ মিনিটে।
  • তিন জোড়া ট্রেন চলবে শিয়ালদহ-বারুইপুর লাইনে, বারুইপুর থেকে ছাড়বে বিকেল ৪:৩৮ মিনিটে, রাত ১:২৫ মিনিটে এবং রাত ৩:১০ মিনিটে। শিয়ালদহ থেকে ছাড়বে দুপুর ৩:২০ মিনিটে, রাত ১২:৩০ মিনিটে এবং রাত ২:২০ মিনিটে।
  • এক জোড়া ট্রেন চলবে, শিয়ালদহ-বজবজ লাইনে, শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১১:৩০ মিনিটে ও বজবজ থেকে ছাড়বে রাত ১২:৩০ মিনিটে।
আরও পড়ুন -  Maa Durga: মা দূর্গার ভূমিকায় মিঠাই, জি বাংলায়