লিগে স্পষ্ট করল না খেলবে কিনা? সবুজ মেরুন শিবির

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   লিগে স্পষ্ট করল না খেলবে কিনা? সবুজ মেরুন শিবির।

এ টি কে মোহনবাগান সুপার সিক্সে খেলবে কী তা স্পষ্ট করলো না শনিবার আই এফ এ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে আলোচনায়। এদিন ছয় দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। ইস্টবেঙ্গলের বাবু চক্রবর্তী,মহামেডান স্পোর্টিং ক্লাবের কামার উদ্দিন,মোহন বাগান ক্লাবের ইমরান, ভবানীপুর ক্লাবের সৃঞ্জয় বসু, খিদিরপুর ক্লাবের অমিতাভ বিশ্বাস ও এরিয়া ন ক্লাবের রাজদীপ নন্দী।

আরও পড়ুন -  Gunin: চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘গুণিন’, কলকাতায়

পাঁচটি দল খেলতে চাইলে মোহনবাগান ক্লাবের প্রতিনিধি বলেন,লিগ চলাকালীন আই এস এল খেলা থাকবে। দুটো খেলা একসঙ্গে সম্ভব নয়। আয়োজক কমিটি খেলতে দেবে না। সচিব অনির্বাণ দত্ত বলেন,এই বিষয় ঠিক জানা নেই। দেখতে হবে। আমরা চাই পুজোর আগে দুটি করে সবার খেলা হয়ে যাক। তারপর পুলিশ পাওয়া যাবে না পুজোর জন্যে। মাঠ বন্ধ থাকবে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। তাই সবার উচিত খেলা ফুটবলের স্বার্থে। জানা গেছে একটা ক্রীড়া সূচী প্রকাশ করা হবে দুই তিনদিনের মধ্যে।

আরও পড়ুন -  মাঠে নামছে তিন প্রধান

সৌজন্যে।