Anushka Sharma: আদুরে পোস্ট শেয়ার করেছেন অনুষ্কা, বরকে মিস করছেন

Published By: Khabar India Online | Published On:

 বিরাট কোহলির ২০২২ সালের এশিয়া কাপ বেশ ভালোই কেটেছে।  ভারতের হয়ে সবচেয়ে বেশি নম্বর তোলা দ্বিতীয় ব্যাটসম্যান।

যেরকমটা ভাবা হয়েছিল তেমন হয়নি এশিয়া কাপ। সুপার ফোর পর্ব থেকেই ছিটকে বেরিয়ে যেতে হয়েছিল।  এখন নতুন সম্ভাবনা, নতুন উন্মাদনা। টি২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠ মোহালিতে রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ। সেখানে পৌঁছেও গেছে ভারতীয় দল। তবে বিরাট যেতে না যেতেই তাকে মিস করতে শুরু করেছেন অনুষ্কা। মনের কষ্ট সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে নিয়েছেন ভামিকার মা। বেশ আদুরে একটা পোস্ট শেয়ার করেছেন,সাথে বরের সঙ্গে ছবি।

আরও পড়ুন -  রূপে মুগ্ধ ক্যপ্টেন কোহলি, শুরু করলেন নাচ ! রইলো ভিডিও, কার জন্য নাচ করলেন ?

 বিতর্ক কাটিয়ে ২০১৭ সালে বিয়ে করেন বিরাট আর অনুষ্কা। ২০২০ সালে তাদের জীবনে আসে ছোট্ট ভামিকা। এখন লন্ডনে আছেন অভিনেত্রী, পরের ছবি চাকদা এক্সপ্রেসের শ্যুটে। এশিয়া কাপের পর সময় বের করে মেয়ে-বউয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরাট। এখন সেখান থেকে ফিরে কোহলি মোহালিতে।

আরও পড়ুন -  Sandipta Sen: "আমাকে জনপ্রিয় অনুষ্ঠানের প্রস্তাব প্রত্যাখ্যান করতে হয়েছিল," সন্দীপ্তা সেন

সোশ্যাল মিডিয়ায় বিরাটের সঙ্গে একটা ছবি দিয়ে অভিনেত্রী লিখলেন, ‘গোটা দুনিয়াটাই উজ্জ্বল হয়ে ওঠে, অনেক মজাদার হয়ে ওঠে, সবমিলিয়ে অনেক অনেক সুন্দর হয় এই মানুষটার সঙ্গে থাকলে, তা সে বায়ো বাবেলে হোটেলের ঘরেই থাকা হোক না কেন।’

আরও পড়ুন -  India-Bangladesh Test Series: ৩১৪ রানে অলআউট ভারত, সাকিব-তাইজুলের ঘূর্ণিতে

অনুষ্কার এই খুল্লামখুল্লা প্রেম নিবেদন মন কেড়ে নিয়েছে তার অনুরাগীদের। সহকর্মীরাও জানিয়েছেন অনেক ভালোবাসা। কমেন্টে বিরাট দিয়েছেন লাভ ইমোজি। রেড হার্ট ইমোজি দিয়েছেন রণবীর সিং-ও। এক অনুরাগী কমেন্টে লিখেছেন, ‘আইডল’। অপরজন লিখলেন, ‘তাও কেন যে মানুষ এদের জুটিকে কটাক্ষ করে আমি বুঝতে পারি না। একসঙ্গে সত্যি ওরা কমপ্লিমেন্ট করে একে-অপরকে।’ সূত্রঃ  হিন্দুস্থান টাইমস।