ঠাকুরবাড়ির আনন্দমেলা ও শারদোৎসব

Published By: Khabar India Online | Published On:

ঠাকুরবাড়ির আনন্দমেলা ও শারদোৎসব। 

নিজস্ব প্রতিবেদক:   পাথুরিয়াঘাটার ঠাকুরবাড়ির শারদোৎসব অনুষ্ঠিত হতে চলেছে যতীন্দ্রনাথ ঠাকুরের প্রাসাদে একটু অন্যরকমভাবে। এই পুজোতে পুষ্পাঞ্জলির বদলে থাকবে শিল্পাঞ্জলি। মহালয়ার দিন শুভারম্ভ হচ্ছে আনন্দমেলার মধ্যে দিয়ে।

আরও পড়ুন -  Today's Sports: আজকের খেলাধূলো, এক নজরে দেখে নিন

প্রথিতযশা শিল্পী ছাড়াও কচিকাঁচারাও অংশগ্রহণ করবে এই অনুষ্ঠানে। পটের গান, কবিগানের লড়াই, বাউল গান, বৃন্দবাদন, নৃত্যনাট্য, ঠাকুরবাড়ির পুজো নিয়ে তথ্য চিত্র পরিবেশিত হবে। সংগীতশিল্পী মনোজ মুরলী নায়ার, মনীষা মুরলী নায়ার, সৌরজা ঠাকুর, প্রমন্থনাথ ঠাকুর প্রমুখ। শারদোৎসবের সহযোগী সাংস্কৃতিক সংস্থা “ডাকঘর” ও বেঙ্গল জুয়েলারি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সৌরজা ঠাকুর, অঞ্জন মিত্র, প্রমন্থনাথ ঠাকুর ও বেঙ্গল জুয়েলারির পক্ষে শুভদীপ রায়।

আরও পড়ুন -  Subhashree Ganguly: শুভশ্রী'র বাবা স্কুলের মধ্যেই নিগ্রহের শিকার