Italy Floods: বন্যায় ৮ জনের মৃত্যু ইতালিতে

Published By: Khabar India Online | Published On:

ইতালির মার্কে অঞ্চলে ভারি বৃষ্টি এবং হঠাৎ বন্যায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। তিন জন নিখোঁজ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে এসব ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে বলা হয়, তারা এই ধরনের আচমকা ‘জল বোমার’ জন্য প্রস্তুত ছিল না, দুই বা তিন ঘণ্টার মধ্যে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এতে অ্যানকোনা ও পেজারো-উরবিনো প্রদেশ দুটির বেশ কয়েকটি শহরের রাস্তাগুলো তলিয়ে গেছে।

আরও পড়ুন -  First Suicide: চিকিৎসকের সহায়তায় প্রথম `আত্মহত্যা` ইতালিতে

দমকল বাহিনীর প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, দমকল কর্মীরা আড্রিয়াটিক সাগর তীরবর্তী শহর সেনিগালিয়ার তলিয়ে যাওয়া রাস্তাগুলো ধরে রাবারের ডিঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন আর লোকজনকে উদ্ধার করে সরিয়ে নিচ্ছেন, আবর্জনার একটি ড্রেন পরিষ্কার করার চেষ্টা করছেন।

আরও পড়ুন -  Gold Price: মধ্যবিত্তের মাথায় হাত সোনার দাম জেনে, আজকে শুক্রবার কতটা বাড়ল

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কর্মীরা এখনও জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

 ইতালির মধ্যবামপন্থি ডেমোক্রেটিক পার্টির (পিডি) নেতা টুইটারে লিখেছেন, তারা ২৫ সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনের আগে এই অঞ্চলে তাদের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখতে পারেন। ছবিঃ  সংগৃহীত।

আরও পড়ুন -  G7: অঙ্গীকার G7 রাশিয়াকে জিততে না দেয়ার