Mahiya Mahi: মাহিয়া মাহি, প্রথমবার মা হতে চলেছেন

Published By: Khabar India Online | Published On:

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি প্রথমবার মা হতে চলেছেন।

সোমবার ফেসবুকে পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

ফেসবুকে পোস্ট মাহি লেখেন, আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি ঈশ্বরে অশেষ দয়াতে মা হতে যাচ্ছ। সবাই আমাদের জন্য প্রাথনা করবেন।

আরও পড়ুন -  সামাজিক নিরাপত্তা ২০২০ সংক্রান্ত বিধির আওতায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রক খসড়া নীতি প্রকাশ করেছে

গত বছর ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের ব‍্যবসায়ি কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন নায়িকা।

আরও পড়ুন -  Mahiya Mahi: দ্বিতীয় সংসার পাতার আড়াই বছর পরেই বিচ্ছেদ, মাহিয়া মাহির