34 C
Kolkata
Thursday, April 25, 2024

Durga Puja: ত্বকের যত্ন পূজার আগে

Must Read

হাতে গোনা কয়েক সপ্তাহ পরেই দুর্গা পূজা। উৎসবের আমেজ ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে।

সারাবছর ত্বকের যত্ন ঠিকমতো না নেয়া হলেও উৎসব-অনুষ্ঠানের আগে কম বেশি সবাই রূপচর্চার বিষয়ে চিন্তিত হয়ে পরেন। তাই পূজোর দিন উজ্জ্বল ত্বক পেতে বাড়িতে বসে শুরু করে দিন ত্বকের যত্ন।

আরও পড়ুন -  Durga Pujo: গ্লোয়িং স্কিন পুজোর আগে কি ভাবে?

তৈরি করে নিতে পারেন টমেটোর ফেস প্যাক। সেজন্য ১ টেবিল চামচ করে টক দই, হলুদ এবং টমেটোর পেস্ট নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভালো উপকার পেতে নিয়মিত ব্যবহার করুন। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন -  Durga Pujo: শিশুদের আরামদায়ক পোশাক পুজোয়

যাদের ব্রনের সমস্যা আছে তারা এখন থেকেই নিম পাতা বেটে অথবা ব্লেন্ড করে পেস্ট তৈরি করে ত্বকে ব্যবহার করুন।পূজোর আগে ব্রনের সমস্যা অনেকটা দূর হয়ে যাবে।

আরও পড়ুন -  Durga Pujo: ত্বকে ব্রনের সমস্যা, পুজোর আগে দূর করুন

যাদের ত্বক তৈলাক্ত তারা বেসন ও টক দইয়ের ফেস প্যাক তৈরি করে ব্যবহার করুন। এতে করে তৈলাক্ত ভাব দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে। পূজার মেকআপ ত্বকে একদম পারফেক্ট হবে।  ছবিঃ সংগৃহীত।

Latest News

Video: গা ছম ছম গভীর রাতে খাটিয়ায় শুয়ে ঝড় তুলে দিলেন অক্ষরা-নিরাহুয়া, দেখে মজা পাবেন গোপনে

Video: গা ছম ছম গভীর রাতে খাটিয়ায় শুয়ে ঝড় তুলে দিলেন অক্ষরা-নিরাহুয়া, দেখে মজা পাবেন গোপনে। ভোজপুরী সিনেমা: এক ঝলক। ভোজপুরী...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img