Mahalaya: ডাক আসে না মহালয়ায়, ‘অমল অসুর’-এর দিন কাটছে অভাবে!

Published By: Khabar India Online | Published On:

অমল অসুর (Amal Asura) নামেই পরিচিত।

একটা সময় অসুরের পাঠ করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন, এখন আর ডাক আসে না। সেই অট্টহাসি নেই, নেই সাজ পোশাক, বাহুডোরে। অমল অসুরের দিন কাটছে দারিদ্রতার সঙ্গে লড়াই করে।

আরও পড়ুন -  Mahalaya: মহালয়া কি? কেন এই মহালয়া?

 নিজে অবিবাহিত, ঘরে আছে একটি বোন। উপার্জন নেই বললেই চলে। এখন বাড়ি বাড়ি গিয়ে ছবি আঁকা শেখাচ্ছেন। এভাবেই যা উপার্জন হচ্ছে,তাই নিয়ে চলছে সংসার।

একটা সময় দূরদর্শন (Doordarshan) থেকে ডাক আসতো মহালয়ার জন্য। তিনি অসুর হতেন নয়তো যমরাজ। তার অট্টহাসি দেখে শিশুরা রীতিমত ভয় পেত, উন্নত বক্ষ,পাকানো গোঁফ, গোল গোল চোখ, মোটা বাহু দেখে সত্যি মনে হত, এই হল আসল অসুর। শুধু মহালয়া ( Mahalaya) নয়, মহালয়ার অনুষ্ঠান ছাড়াও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্য ধরনের কাজও করেছেন তিনি।

আরও পড়ুন -  Arijit Singh: মায়ের পর এবার প্রিয়জনকে হারালেন অরিজিৎ

 এখন সবটাই ফাঁকা। কেউ আর কোনো কাজের জন্য ডাকে না। ইন্ডাস্ট্রির সকলে ভুলেই গিয়েছে। ছবিঃ সংগৃহীত।