Soumitrisha Kundu: পড়াশোনা শুরু করলেন সৌমিতৃষা, অভিনয় চলবে সাথে

Published By: Khabar India Online | Published On:

 ‘মিঠাই’ নামেই ঘরে ঘরে তিনি পরিচিত। সৌজন্যে জি বাংলা। প্রকৃত নাম সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) হলেও ‘মিঠাই’ দিয়েছে জনপ্রিয়তা।

 শুধুমাত্র অনস্ক্রিন নয়, ‘উচ্ছেবাবু’ সিদ্ধার্থ ওরফে আদৃত রায় (Adrit Roy) এর সাথে তাঁর অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও রয়েছে দর্শকদের আগ্রহ।

বারাসতের মেয়ে সৌমিতৃষা অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দেয়। বারাসত গার্লস স্কুলের ছাত্রী সৌমিতৃষা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আর্টস নিয়ে পড়াশোনা করেছেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর ইংলিশে অনার্স নিয়ে স্নাতক স্তরে কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে গেলেও তাঁকে কোনো এক অজানা কারণে বাড়ি থেকে বলা হয়েছিল, যেকোন একটি কাজ মন দিয়ে করতে। ফলে অভিনয়কে বেছে নিয়ে সাময়িক ভাবে কলেজ ছাড়েন সৌমিতৃষা।

আরও পড়ুন -  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র সাংবাদিক রণজয় রায়ের নামে ফুটবল প্রতিযোগিতা

গত এক বছর ধরে ‘মিঠাই’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা। পেয়েছেন অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড ও প্রশংসা। তাঁর ইচ্ছা ছিল অন্তত স্নাতক হবেন। ফলে ওপেন ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স নিয়ে আবারও স্নাতক স্তরের পড়াশোনা করছেন তিনি। কাজের চাপে ফাইনাল পরীক্ষা দিতে পারেননি সৌমিতৃষা। এবার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিয়ে চূড়ান্ত ব্যস্ত সৌমিতৃষা জানালেন, শুধুমাত্র স্কুল-কলেজেই নয়, শুটিং ফ্লোর থেকেও অনেক কিছু শিখেছেন তিনি।

আরও পড়ুন -  Mithai: মিঠির জীবনে নতুন প্রেমিক, বদলে যাবে গল্প