কাঁচের বোতল লুকাচ্ছেন সালমান খান, প্যান্টের পকেটে, ভাইরাল ভিডিও

Published By: Khabar India Online | Published On:

গোটা ক্যারিয়ারে সালমান খান অসংখ্য অভিনেত্রীর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন। বলিউড ভাইজানের জনপ্রিয়তার কোনো সীমা নেই। ভাইজান দেশের বাইরে বিদেশেও চর্চায় থাকেন। ভাইজানের অভিনয় দক্ষতা যেমন একদিকে চর্চায় থাকে, ঠিক তেমনই মাঝে মাঝেই তাঁর ব্যক্তিগত জীবন আলোচনার চলে আসে।

আরও পড়ুন -  সুক - সারি

প্রেমগুরু সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেছে। এখনও তিনি বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি।

বিয়ে তিনি করেননি তখন আর করার সম্ভাবনা তেমন দেখা যায় না বললেই চলে। এই কারণেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা পেয়েছেন ভাইজান। ফ্যান ফলোইং এর সামনে ফিকে হয়ে যায় বেশিরভাগ বলি তারকারা।

আরও পড়ুন -  Dia Mirza: সুস্থ হয়ে বাড়ি ফিরল আভ্যান, সন্তানের ছবি অনুরাগীদের সাথে শেয়ার করলেন দিয়া

 সম্প্রতি পাপ্পারাজিরাদের প্রকাশিত একটি ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আলোচনার ঝড় উঠেছে নেট নাগরিকদের। কি এমন আছে ওই ভিডিওতে? আসলে ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে গাড়ি থেকে নেমে আসছেন ভাইজান সালমান খান। তখন পাপ্পারাজিরা ক্যামেরা চালু করলেই তিনি তড়িঘড়ি নিজের জিন্সের প্যান্টের পকেটে একটি কাঁচের বোতল ঢোকান। সেই ভিডিও ইন্টারনেটে আসতেই তাতে কমেন্টের বন্যা বইয়ে গেছে।

আরও পড়ুন -  উত্তরবঙ্গ পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের, জন বার্লার দাবীকে কার্যত ঘুরিয়ে সমর্থন করলেন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক