VIRAL: আম্রপালির শরীরী মাদকতায় মত্ত নিরাহুয়া, শীতের রাতে, রোমান্টিক ভিডিও

Published By: Khabar India Online | Published On:

 মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি।

 অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

 ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন। নিরাহুয়া বা দীনেশ লাল যাদবের সাথে তাঁর একটি রোমান্টিক নাচের ভিডিও নতুন করে ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেটের দুনিয়াতে।

আরও পড়ুন -  Russian Soldiers: ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার প্রায় ১৫ হাজার ৩০০ জন সেনা নিহত হয়েছেন

যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির সাথে পরিচিত তারা বুঝে গিয়েছেন কোন মিউজিক ভিডিওর কথাটি বলা হচ্ছে। গানটির নাম, “রাজাই মে সে তাকি”। ভোজপুরি সিনেমা “রাজা বাবুর” গান। সিনেমায় নিরাহুয়া ও আম্রপালির অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল যথেষ্ট উপভোগ্য। সকলেই তাদের মিষ্টি রোমান্স তারিয়ে উপভোগ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা এই জুটির রোমান্টিক ভিডিও মিউজিকে প্রচুর পরিমাণে লাইক ও কমেন্ট করেছেন।

আরও পড়ুন -  প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য! একাধিক মহিলাকে ফাঁদে ফেলেছেন ব্যবসায়ী সুকেশ

 ২০১৭ সালের ৬ এপ্রিলে এই ভিডিওটি রিলিজ করা হয়। এখনও অব্দি এই গানের জনপ্রিয়তা কমেনি। গানটি লিখেছিলেন আজাদ সিং ও সুর দিয়েছিলেন ছোটে বাবা। এই গানটি গেয়েছেন বিখ্যাত ভোজপুরি গায়ক ছোট বাবা ও কল্পনা। ইউটিউবে এই ভিডিওটি ১.৮ মিলিয়ন এর কাছাকাছি মানুষ দেখেছেন।

আরও পড়ুন -  Dance Video: আকাশের নীচে দুর্দান্ত নাচ সুন্দরীর, বাংলা গানে, ভিডিও ভাইরাল