VIRAL: আম্রপালির শরীরী মাদকতায় মত্ত নিরাহুয়া, শীতের রাতে, রোমান্টিক ভিডিও

Published By: Khabar India Online | Published On:

 মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি।

 অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

 ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন। নিরাহুয়া বা দীনেশ লাল যাদবের সাথে তাঁর একটি রোমান্টিক নাচের ভিডিও নতুন করে ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেটের দুনিয়াতে।

আরও পড়ুন -  নিরহুয়া নিজেকে থামাতে পারলেন না আম্রপালি দুবেকে গোলাপি শাড়িতে দেখেই, ঘর বন্ধ করে সব সীমা ছাড়ালেন

যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির সাথে পরিচিত তারা বুঝে গিয়েছেন কোন মিউজিক ভিডিওর কথাটি বলা হচ্ছে। গানটির নাম, “রাজাই মে সে তাকি”। ভোজপুরি সিনেমা “রাজা বাবুর” গান। সিনেমায় নিরাহুয়া ও আম্রপালির অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল যথেষ্ট উপভোগ্য। সকলেই তাদের মিষ্টি রোমান্স তারিয়ে উপভোগ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনরা এই জুটির রোমান্টিক ভিডিও মিউজিকে প্রচুর পরিমাণে লাইক ও কমেন্ট করেছেন।

আরও পড়ুন -  হুসলুডাঙ্গা বাসস্ট্যান্ডের ক্রসিংয়ে জল জমে বিপত্তি

 ২০১৭ সালের ৬ এপ্রিলে এই ভিডিওটি রিলিজ করা হয়। এখনও অব্দি এই গানের জনপ্রিয়তা কমেনি। গানটি লিখেছিলেন আজাদ সিং ও সুর দিয়েছিলেন ছোটে বাবা। এই গানটি গেয়েছেন বিখ্যাত ভোজপুরি গায়ক ছোট বাবা ও কল্পনা। ইউটিউবে এই ভিডিওটি ১.৮ মিলিয়ন এর কাছাকাছি মানুষ দেখেছেন।

আরও পড়ুন -  Bhojpuri: বাহানায় আম্রপালির সাথে এই কাজ করলেন নিরাহুয়া সুহাগ রাতে, ভিডিও ভাইরাল