লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)। কোনো ধারাবাহিকের নাম নয়, ইনি হলেন সাম্প্রতিককালের অন্যতম লেখিকা, চিত্রনাট্যকার ও প্রযোজক।
তার কাহিনী প্রতিটা ঘরে ঘরে মানুষদের একত্র করে রাখে। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত তিনি উপহার দেন দর্শকদের।
তার লেখনীতে যেমন থেকে প্রেম, তেমন থাকে মান অভিমান, দুঃখ, রাগ, চূড়ান্ত ক্লাইম্যাক্স ইত্যাদি। বাস্তবের সঙ্গে কল্পনার অপূর্ব মিশ্রণ তিনি করতে পারেন। সেই জন্যেই হয়তো লীনা গঙ্গোপাধ্যায়ের চাহিদা আকাশছোঁয়া।
একটা সময় সিরিয়াল দেখতে একদম পছন্দ করতেন না। শুধু মাত্র খবর দেখতেন। একটা সময় রেডিওতে সম্প্রচারিত গল্প দাদুর আসর। সেই আসরে তিনি লেখা পাঠাতেন। এছাড়া, টুকটাক লেখালেখি করতেন সঙ্গে পড়াশুনো। কমলা গার্লস স্কুল থেকে সিস্টার নিবেদিতা স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। একদিন “সোনার হরিণ” ধারাবাহিকএর স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য লেখিকা লীনার সঙ্গে যোগাযোগ করে এক প্রযোজনা সংস্থা। সেই শুরু। প্রথমে এক মাসের শ্যুটিং এর জন্য স্ক্রিপ্ট তৈরি করেন, তাতেই হিট।