Srabanti Chatterjee: শ্রাবন্তী চ্যাটার্জী মন দিয়েছেন শরীর চর্চায়, অনবরত বডি শেমিং

Published By: Khabar India Online | Published On:

শ্রাবন্তী চ্যাটার্জী, কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেয়নি।

 বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথে, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। নিজের সেই সমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন শ্রাবন্তী।

আরও পড়ুন -  Devlina Kumar: গৌরী দেবী ও মহানায়ক যে ভাবে মা লক্ষ্মীর আরাধনায় ব্রত থাকতেন ওই ভাবে হলো

 একাধিক সময় বডি শেমিং নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ জনক মন্তব্য শুনতে হয় অভিনেত্রীকে। সম্প্রতি জি ২৪ ঘন্টা ডিজিটালকে এক সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন। অবশ্য তিনি সেইসব মন্তব্যে কান দিলেও তার অভিনীত সাম্প্রতিক ছবি ‘অচেনা উত্তম’এ অভিনয়ের জন্যই কিছুটা মোটা হতে হয়েছিল তাকে। একথা তিনি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন।

গত জুলাই মাসেই মুক্তি পেয়েছে এই ছবি। ছবিতে মহানায়ক উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় ছিলেন শ্রাবন্তী। উল্লেখ্য, ওপার বাংলার ‘বিক্ষভ’এ অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে শান্ত খানের বিপরীতেই দেখা মিলেছে। ছবিতে অভিনয় করার পর থেকেই আবারো ওপার বাংলার দর্শকদের মাঝে তুমুল প্রশংসিত হয়েছেন শ্রাবন্তী।

আরও পড়ুন -  Stone Mafias: অর্থের লোভে পাহাড় কেঁটে কোয়াজ পাথর বিক্রি করছে পাথর মাফিয়ারা

টলিউডের প্রথম সারির অভিনেত্রী। তার অনিচ্ছা থাকলেও চর্চার আলো সর্বদা তার উপর থাকবেই। তবে তিনি যে একেবারেই ফিট অ্যান্ড ফাইন, তা আবারো নিজের শরীরচর্চার একটি ভিডিও শেয়ার করে প্রমাণ করে দিলেন। সাম্প্রতিক শেয়ার করা ভিডিওতে মন দিয়ে রীতিমতো ঘাম ঝরাতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। তিনি নিজের ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন, তা প্রমাণ করে দিলেন। এই ভিডিও দেখে কটাক্ষকারীদের একাংশের মুখে কুলুপ। তার চোখে-মুখে ছিল বোল্ডনেসের ছাপ।