Srabanti Chatterjee: শ্রাবন্তী চ্যাটার্জী মন দিয়েছেন শরীর চর্চায়, অনবরত বডি শেমিং

Published By: Khabar India Online | Published On:

শ্রাবন্তী চ্যাটার্জী, কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেয়নি।

 বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথে, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। নিজের সেই সমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন শ্রাবন্তী।

আরও পড়ুন -  সাঁঝের বাতি সিরিয়ালে আমরা চারুকে দেখি বেশ শান্ত, ঠান্ডা মাথার মেয়ে, মালদ্বীপ এ অন্তরঙ্গ

 একাধিক সময় বডি শেমিং নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ জনক মন্তব্য শুনতে হয় অভিনেত্রীকে। সম্প্রতি জি ২৪ ঘন্টা ডিজিটালকে এক সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন। অবশ্য তিনি সেইসব মন্তব্যে কান দিলেও তার অভিনীত সাম্প্রতিক ছবি ‘অচেনা উত্তম’এ অভিনয়ের জন্যই কিছুটা মোটা হতে হয়েছিল তাকে। একথা তিনি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন।

গত জুলাই মাসেই মুক্তি পেয়েছে এই ছবি। ছবিতে মহানায়ক উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় ছিলেন শ্রাবন্তী। উল্লেখ্য, ওপার বাংলার ‘বিক্ষভ’এ অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে শান্ত খানের বিপরীতেই দেখা মিলেছে। ছবিতে অভিনয় করার পর থেকেই আবারো ওপার বাংলার দর্শকদের মাঝে তুমুল প্রশংসিত হয়েছেন শ্রাবন্তী।

আরও পড়ুন -  KIFF 2022: ওমিক্রনের আশঙ্কা, প্রভাব পড়তে পারে কলকাতা চলচ্চিত্র উৎসবেও, দিল্লির পর এবার কলকাতাতেও

টলিউডের প্রথম সারির অভিনেত্রী। তার অনিচ্ছা থাকলেও চর্চার আলো সর্বদা তার উপর থাকবেই। তবে তিনি যে একেবারেই ফিট অ্যান্ড ফাইন, তা আবারো নিজের শরীরচর্চার একটি ভিডিও শেয়ার করে প্রমাণ করে দিলেন। সাম্প্রতিক শেয়ার করা ভিডিওতে মন দিয়ে রীতিমতো ঘাম ঝরাতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। তিনি নিজের ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন, তা প্রমাণ করে দিলেন। এই ভিডিও দেখে কটাক্ষকারীদের একাংশের মুখে কুলুপ। তার চোখে-মুখে ছিল বোল্ডনেসের ছাপ।