‘লাইফ ইজ বিউটিফুল’, নিরবের সাথে দুই নায়িকা

Published By: Khabar India Online | Published On:

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক নিরব।

 জানা গেলো নতুন আরেকটি সিনেমার খবর। নাম ‘লাইফ ইজ বিউটিফুল’। ছবিতে থাকছেন দুই নায়িকা, নিপুণ ও ববি।

গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় পিএইচ এন্টারটেইনমেন্টের কর্ণধার পিয়াল হোসেনের জন্মদিন। সেখানেই ছবির কথা ঘোষণা করা হয়। এটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করবেন পিয়াল।  সার্বিক সহযোগিতায় থাকবেন তপু খান।

আরও পড়ুন -  Colombia: ৮ পুলিশ কর্মকর্তা নিহত, কলম্বিয়ায় হামলার ঘটনায়

পিয়াল হোসেন জানান, ছবিতে নিপুণ-নিরব ও ববি ছাড়া আরও একজোড়া জুটিকে দেখা যাবে। সেই জুটি হিসেবে কারা থাকছেন, সেটা জানা যাবে শিগগিরই।

তিনি বলেন, সিনেমাটির শুটিং হবে ঢাকা ও  নানা লোকেশনে। কিছু দৃশ্যের কাজ হবে কক্সবাজার ও রাঙ্গামাটিতেও। সিনেমাটিতে গান থাকবে ৪টি, সেগুলোতে কণ্ঠ দেবেন শফিক তুহিন, সিঁথি সাহা, আরেফিন রুমি, কোনাল, পূজা, সৈয়দ অমি ও মেহরিন।

আরও পড়ুন -  New Pair: রোশান-প্রিয়মনি, নতুন জুটি

পিএইচ এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হতে যাওয়া এ ছবিটির গল্প ভাবনা পরিচালকের। চিত্রনাট্য তৈরিতে কাজ করছেন শুভ্র সরখেল এবং দিল মোহাম্মাদ। সিনেমার কো-প্রডিউসার হিসেবে আছেন সাকিব সনেট, তপু খান এবং সেলিব্রিটি প্রোডাকশন হাউস।

আরও পড়ুন -  মুর্শিদাবাদে অনুষ্ঠিত হ’ল তৃতীয় রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব – ২০২১