১৬ সেপ্টেম্বর মুক্তি, ‘বীরত্ব’, ইমন-সালওয়ার

Published By: Khabar India Online | Published On:

ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে নবাগত অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়ার। তরুণ পরিচালক সাইদুল ইসলাম রানার পরিচালনায় আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘বীরত্ব’।

বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইদুল ইসলাম রানা। প্রকাশ পেয়েছে এই সিনেমার গান ‘ভালোবাসা বলা হয়ে যায়’। রোমান্টিক আমেজের গানটির শুটিং হয়েছে সিলেটের চা বাগান, জাফলংসহ বিভিন্ন লোকেশনে। গোলাম রাব্বী সোহাগের সুর-সংগীতে গানটি লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। গেয়েছেন গায়ক ইমরান ও গায়িকা পূজা। টাইগার মিডিয়া অফিশিয়ালে প্রকাশ হয়েছে গানটি।

আরও পড়ুন -  Gunin: চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘গুণিন’, কলকাতায়

নিশাত নাওয়ার সালওয়া বলেন, পুরো টিমের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা চমৎকার। গোছানো কাজ হয়েছে। পর্দায় পুরো ছবিটি দর্শকের জন্য উপভোগ্য হবে। গান প্রকাশের পর অনেকেই বিভিন্নভাবে প্রশংসা করছেন। রুপালি পর্দায় নিজেকে দেখার অপেক্ষায় আছি।

আরও পড়ুন -  Gold Price after Budget: দাম বাড়ল সোনার আবার, বাজেটের পর সোনা ও রুপার, সর্বশেষ রেট জানুন

। পরে আমেরিকা, কানাডা ও ভারতের চারটি রাজ্যে মুক্তি পাবে সিনেমাটি।

‘বীরত্ব’ সিনেমায় ইমন-সালওয়া ছাড়াও আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বড়দা মিঠু, কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান এবং মুনতাহা এমিলিয়া সহ অনেকে।

আরও পড়ুন -  Ekta Kapoor: করোনা আক্রান্ত পরিচালক-প্রযোজক একতা কাপুর