১৬ সেপ্টেম্বর মুক্তি, ‘বীরত্ব’, ইমন-সালওয়ার

Published By: Khabar India Online | Published On:

ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে নবাগত অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়ার। তরুণ পরিচালক সাইদুল ইসলাম রানার পরিচালনায় আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘বীরত্ব’।

বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইদুল ইসলাম রানা। প্রকাশ পেয়েছে এই সিনেমার গান ‘ভালোবাসা বলা হয়ে যায়’। রোমান্টিক আমেজের গানটির শুটিং হয়েছে সিলেটের চা বাগান, জাফলংসহ বিভিন্ন লোকেশনে। গোলাম রাব্বী সোহাগের সুর-সংগীতে গানটি লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। গেয়েছেন গায়ক ইমরান ও গায়িকা পূজা। টাইগার মিডিয়া অফিশিয়ালে প্রকাশ হয়েছে গানটি।

আরও পড়ুন -  ভুল তথ্য এবং ভুয়ো খবরের ব্যাপারে শিশুদের শিক্ষিত করে তোলার আহ্বান জানালেন উপরাষ্ট্রপতি

নিশাত নাওয়ার সালওয়া বলেন, পুরো টিমের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা চমৎকার। গোছানো কাজ হয়েছে। পর্দায় পুরো ছবিটি দর্শকের জন্য উপভোগ্য হবে। গান প্রকাশের পর অনেকেই বিভিন্নভাবে প্রশংসা করছেন। রুপালি পর্দায় নিজেকে দেখার অপেক্ষায় আছি।

আরও পড়ুন -  ‘হাওয়া’র শো দর্শকের চাপে বাড়লো, প্রথম দিনেই বাজিমাত

। পরে আমেরিকা, কানাডা ও ভারতের চারটি রাজ্যে মুক্তি পাবে সিনেমাটি।

‘বীরত্ব’ সিনেমায় ইমন-সালওয়া ছাড়াও আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বড়দা মিঠু, কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান এবং মুনতাহা এমিলিয়া সহ অনেকে।

আরও পড়ুন -  Hariyanvi Dance Video: উদ্দাম হরিয়ানভি নাচে মাতাল কোমল রঙ্গিলি, মঞ্চে স্বপ্না চৌধুরীকেও ছাড়িয়ে গেলেন!