চলে গিয়েছেন ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। শূন্য হয়ে গিয়েছে ‘তাসের দেশ’।
ঋতুপর্ণ পরিচালিত প্রতিটি ফিল্ম পেয়েছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড। তবু বঙ্গজাতি একসময় অভিমানী হয়ে গিয়েছিল তাঁকে ঘিরে। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)কে মুখ্য চরিত্রে নিয়ে ঋতুপর্ণ বানিয়েছিলেন ‘দ্য লাস্ট লিয়র’।
View this post on Instagram
পুরো ছবিটি ছিল ইংরাজিতে। বিখ্যাত বাঙালি নাট্যকার ও অভিনেতা উৎপল দত্ত (Utpal Dutta) রচিত নাটক ‘আজকের শাহজাহান’ অবলম্বনে নির্মিত হয়েছিল ‘দ্য লাস্ট লিয়র’। ফিল্মটি ইংরাজিতে নির্মিত হওয়ার কারণে সেই সময় অত্যন্ত সমালোচিত হতে হয়েছিল ঋতুপর্ণকে। ঋতুপর্ণ জানতেন, সংস্কৃতি মানে না দেশ, ভাষা, কালের বাধা। অমিতাভকে বোধহয় একমাত্র ঋতুপর্ণই ‘অমিতদা’ বলার। সমালোচনার জবাব কঠিন সুরে দিয়েছিলেন ঋতুপর্ণ।