Sanjana Sanghi: সুশান্তের শেষ ছবির নায়িকা, স্বল্প পোশাকে সীমা পার করলেন

Published By: Khabar India Online | Published On:

সঞ্জনা সাঙ্ঘী (Sanjana Sanghi)কে হয়তো অনেকেই ভুলতে বসেছেন। সঞ্জনা ‘দিল বেচারা’ ফিল্মে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। এটি সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অভিনীত শেষ ফিল্ম। ফিল্মটি মুক্তি পেয়েছিল তাঁর মৃত্যুর পর।

 ফিল্মটি মুক্তির জন্য নির্মাতা ও সুশান্ত ভক্তদের প্রচুর কাঠ-খড় পোড়াতে হয়েছিল। শেষ অবধি ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘দিল বেচারা’।

আরও পড়ুন -  Riya Chakraborty: রিয়া চক্রবর্তী স্বাভাবিক জীবনের খোঁজে

মুক্তির দিন এই ফিল্ম যাবতীয় রেকর্ড ব্রেক করে তৈরি করেছিল নতুন রেকর্ড। সুশান্ত ভক্তদের জন্য ছিল আবেগঘন মুহূর্ত যার শরিক হয়েছিলেন সঞ্জনাও।

সঞ্জনার ক্ষেত্রে নায়িকা হিসাবে ‘দিল বেচারা’ ছিল তাঁর প্রথম ফিল্ম।

আরও পড়ুন -  করণ জোহরকে আক্রমণ কঙ্গনার, নবাগত শিল্পী কার্তিক আরিয়ান কে সিনেমা থেকে বাদ দেওয়ার জন্য

এই ফিল্মের মাধ্যমে অভিনেত্রী হিসাবে পরিচিতি লাভ করেন। এরপর তাঁকে ফিল্মে অভিনয় করতে দেখা না গেলেও সঞ্জনা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। নিজের নিত্যনতুন ফটোশুট শেয়ার করেন। সম্প্রতি ইন্সটাগ্রামে সঞ্জনার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলি যথেষ্ট বোল্ড। ছবিগুলিতে সঞ্জনার পরনে রয়েছে কালো-সোনালি অফ শোল্ডার ড্রেস। এই পোশাকের সাথে স্মোকি মেকআপের ছোঁয়ায় সঞ্জনাকে অনবদ্য লাগছে। চুলে বাঁধা রয়েছে একটি পনিটেল। পোশাকের সাথে মানানসই স্টিলেটো পরেছেন সঞ্জনা। একটি অ্যানিম্যাল প্রিন্টেড সোফায় বসে রয়েছেন সঞ্জনা।

 

View this post on Instagram

 

A post shared by Sanjana Sanghi (@sanjanasanghi96)