Bay Leaf: তেজপাতা চুল পড়া বন্ধ করে

Published By: Khabar India Online | Published On:

চুল পড়া নিয়ে আমরা সকলে চিন্তিত? আপনাদের জন্য আছে দারুণ সমাধান তেজপাতা। সাধারণত তেজপাতা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। কিন্তু চুলের যত্নেও বেশ কার্যকরী।

চুল পড়া রোধ করতে ঘরোয়া পদ্ধতিতে তেজপাতা দিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। আপনার চুল পোড়া বন্ধ করবে, ফিরিয়ে আনবে হারিয়ে যাওয়া চুলের উজ্জ্বলতা।

আরও পড়ুন -  Sapna Chaudhary: স্বপ্না চৌধুরী হালকা নীল সালোয়ার কামিজে একটি হরিয়ানভি গানে নাচছেন, ভাইরাল ভিডিও

তেজপাতা গুঁড়া করে সাথে টক দই মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করতে পারেন। স্নান এর আগে এই প্যাক চুলে  ১৫ মিনিট লাগিয়ে অপেক্ষা করুন। তারপর ভালো করে শ্যাম্পু করে নিন।

আরও পড়ুন -  মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়ি, Maruti Suzuki e Vitara-এর ব্যাটারি ও ফিচার বিশদে

 তেজপাতা জলেতে ফুটিয়ে সেই জল ছেঁকে নিন। এই জল দিয়ে নিয়মিত চুল ধুলে বেশ ভালো উপকার পেতে পারেন।

তেজপাতা চুল পোড়া রোধের পাশাপাশি খুশকির সমস্যা দূর করতে সহায়তা করে।

আরও পড়ুন -  এক লক্ষ টাকারও বেশি বেতন, প্রচুর শূন্যপদে নিয়োগ করছে এয়ারপোর্ট অথরিটি